০৮:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কিরগিজস্তান-জিনজিয়াং সীমান্তে ৭.১ মাত্রার ভূমিকম্প

কিরগিজস্তান-জিনজিয়াং সীমান্তে ৭ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। গত রাতে হওয়া এই ভূমিকম্পে কয়েকজন আহত ও বেশকিছু বাড়িঘর ধসে পড়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

চীনের ভূমিকম্পবিষয়ক প্রশাসনের মতে, রাত ২ টা ৯ মিনিট নাগাদ উত্তর পশ্চিম চীনের জিনজিয়াং অঞ্চলের উশি কাউন্টির সীমান্ত এলাকায় ভূপৃষ্ঠের ২২ কিলোমিটার (১৩ মাইল) গভীরে ভূমিকম্পটি অনুভূত হয়। আজ সকাল ৮টা পর্যন্ত ৪০টি আফটারশক রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে চায়না আর্থকোয়াক নেটওয়ার্ক সেন্টার।

জিনজিয়াং ভূমিকম্প সংস্থার তথ্য অনুসারে, ভূমিকম্পের কেন্দ্রস্থল উশি থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩১ মাইল) দূরে অবস্থিত এবং কেন্দ্রের চারপাশে ২০ কিলোমিটার (১২ মাইল) ব্যাসার্ধের মধ্যে পাঁচটি গ্রাম অবস্থিত।

ভূমিকম্পের পর জিনজিয়াং রেলওয়ে বিভাগ তাৎক্ষণিকভাবে কার্যক্রম বন্ধ করে দেয় এবং ২৭টি ট্রেনের চলাচল ব্যাহত হয়েছে বলে জানা গেছে। চীনের ভূমিকম্প প্রশাসন বলছে, ভূমিকম্প ত্রাণ সদর দপ্তর এবং জরুরি ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রণালয়ের সাথে একযোগে জরুরি পরিষেবাগুলোকে সক্রিয় করা হয়েছে। একইসঙ্গে স্থানীয় উদ্ধারকারীদের সহায়তা করার জন্য সেখানে একটি দলও প্রেরণ করা হয়েছে।

চীনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েইবোতে নেটিজেনরা জানিয়েছেন, গভীর রাতে হওয়া এই ভূমিকম্পটি উরুমকি, কোরলা, কাশগড়, ইইনিং এবং আশপাশের এলাকায় তীব্রভাবে অনুভূত হয়েছে।

এদিকে কাজাখস্তান সরকার বলছে, সেখানেও ভূকম্পন অনুভূত হয়েছে। তবে কেউ হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।

শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে: আইন উপদেষ্টা

কিরগিজস্তান-জিনজিয়াং সীমান্তে ৭.১ মাত্রার ভূমিকম্প

আপডেট : ০৮:২২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪

কিরগিজস্তান-জিনজিয়াং সীমান্তে ৭ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। গত রাতে হওয়া এই ভূমিকম্পে কয়েকজন আহত ও বেশকিছু বাড়িঘর ধসে পড়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

চীনের ভূমিকম্পবিষয়ক প্রশাসনের মতে, রাত ২ টা ৯ মিনিট নাগাদ উত্তর পশ্চিম চীনের জিনজিয়াং অঞ্চলের উশি কাউন্টির সীমান্ত এলাকায় ভূপৃষ্ঠের ২২ কিলোমিটার (১৩ মাইল) গভীরে ভূমিকম্পটি অনুভূত হয়। আজ সকাল ৮টা পর্যন্ত ৪০টি আফটারশক রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে চায়না আর্থকোয়াক নেটওয়ার্ক সেন্টার।

জিনজিয়াং ভূমিকম্প সংস্থার তথ্য অনুসারে, ভূমিকম্পের কেন্দ্রস্থল উশি থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩১ মাইল) দূরে অবস্থিত এবং কেন্দ্রের চারপাশে ২০ কিলোমিটার (১২ মাইল) ব্যাসার্ধের মধ্যে পাঁচটি গ্রাম অবস্থিত।

ভূমিকম্পের পর জিনজিয়াং রেলওয়ে বিভাগ তাৎক্ষণিকভাবে কার্যক্রম বন্ধ করে দেয় এবং ২৭টি ট্রেনের চলাচল ব্যাহত হয়েছে বলে জানা গেছে। চীনের ভূমিকম্প প্রশাসন বলছে, ভূমিকম্প ত্রাণ সদর দপ্তর এবং জরুরি ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রণালয়ের সাথে একযোগে জরুরি পরিষেবাগুলোকে সক্রিয় করা হয়েছে। একইসঙ্গে স্থানীয় উদ্ধারকারীদের সহায়তা করার জন্য সেখানে একটি দলও প্রেরণ করা হয়েছে।

চীনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েইবোতে নেটিজেনরা জানিয়েছেন, গভীর রাতে হওয়া এই ভূমিকম্পটি উরুমকি, কোরলা, কাশগড়, ইইনিং এবং আশপাশের এলাকায় তীব্রভাবে অনুভূত হয়েছে।

এদিকে কাজাখস্তান সরকার বলছে, সেখানেও ভূকম্পন অনুভূত হয়েছে। তবে কেউ হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।