গুলিতে বিজিবি সদস্য নিহত ‘বিচ্ছিন্ন ঘটনা’ : নৌপরিবহন প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ০৮:৪৩:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪
- / ৪১২ বার পড়া হয়েছে
বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য নিহত একটি ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, বৈঠকে বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য নিহত হবার বিষয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে কোন আলোচনা হয়নি।
পায়রা বন্দর এবং মাতারবাড়ি সমুদ্র বন্দর নিয়ে তাদের আগ্রহ আছে জানিয়ে তিনি বলেন, সেগুলো নিয়ে আলোচনা করেছি। আমরা বলেছি, পায়রায় যে অর্থনৈতিক অঞ্চল আছে, ভারতীয় বিনিয়োগকারীদের বিনিয়োগের সুযোগ রয়েছে। তারা ভারতীয় বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলবে এবং পায়রা বন্দর পরিদর্শনে আগ্রহ প্রকাশ করেছেন।
তিনি বলেন, বর্তমান সরকার যে পদক্ষেপ নেবে, তাতে ভারত সব সময় সহযোগিতা করবে। আমরা তাদেরকে বিনিয়োগ আরও বাড়াতে বলেছি। ভারতের ভিসা প্রাপ্তির সময় কমবে। অনএরাইভাল ভিসা নিয়ে আলোচনা চলছে, শিগগিরই সুখবর মিলতে পারে।
ভারত ও চীনের রাষ্ট্রদূতরা সম্প্রতি বিভিন্ন মন্ত্রণালয়ে যাচ্ছেন, এটা কি অন্য কোনো দেশকে মেসেজ দেওয়া, এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের নির্বাচন ঘিরে রাজনৈতিক অস্থিরতার তৈরি করার জন্য অনেকেই কথা বলেছিল। প্রধানমন্ত্রী সেটা সাহসিকতার সঙ্গে মোকাবিলা করেছেন। যারা নির্বাচন নিয়ে শঙ্কায় ছিল তারাও কিন্তু বাংলাদেশের সঙ্গে চলে এসেছে। যে শঙ্কাটা ছিল সেটা কিন্তু নির্বাচনে দেখা যায়নি।
সোমবার (২২ জানুয়ারি) ভোর ৫টার দিকে যশোরের বেনাপোলের ধান্যখোলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ -এর গুলিতে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) এক সদস্য নিহত হন। এ ঘটনার পর বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠক করে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে।