ঢাকা ১১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নের উদ্যোগ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৪১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪
  • / ৪১৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব জোরদারে উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। সোমবার রাতে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সংবাদ ব্রিফিংয়ে মুখ্য উপমুখপাত্র বেদান্ত প্যাটেল এই কথা জানান। সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়েও সম্পর্ক উন্নয়নে কাজ করতে উদ্যোগ নিচ্ছে ওয়াশিংটন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বেদান্ত প্যাটেল বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আমাদের অংশীদারত্বকে আরও গভীর করার ক্ষেত্রে অনেকগুলো পদক্ষেপ রয়েছে এবং এই পদক্ষেপ অব্যাহত থাকবে।’

বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব নিয়ে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে বেদান্ত প্যাটেল বলেন, ‘আগেই বলেছি গত বছর বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের অর্ধশত বছর ছিল। এই সময়ে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি ক্ষেত্রে কাজ অব্যাহত রেখেছে—বিশেষ করে জলবায়ু সহযোগিতা, নিরাপত্তা সহযোগিতা।’

বেদান্ত প্যাটেল বলেন, ‘সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি অংশীদারদেরও যুক্ত হওয়ার সুযোগ রয়েছে। আমরা বিশ্বাস করি যে এই সম্পর্ককে আরও গভীর করার ক্ষেত্রে বেসরকারি অংশীদাররাও গুরুত্বপূর্ণ।’

বাংলাদেশের সংসদ নির্বাচন ঘিরে বিভিন্ন নাশকতাসহ দেশে-বিদেশে নানা অপপ্রচার চালানো হয়। তবে এসবকে পাত্তা দেয়নি যুক্তরাষ্ট্র। এর আগেও এক বিজ্ঞপ্তিতে নির্বাচিত নতুন সরকারের সঙ্গে কাজ করার কথা জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নের উদ্যোগ

আপডেট সময় : ০৭:৪১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪

বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব জোরদারে উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। সোমবার রাতে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সংবাদ ব্রিফিংয়ে মুখ্য উপমুখপাত্র বেদান্ত প্যাটেল এই কথা জানান। সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়েও সম্পর্ক উন্নয়নে কাজ করতে উদ্যোগ নিচ্ছে ওয়াশিংটন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বেদান্ত প্যাটেল বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আমাদের অংশীদারত্বকে আরও গভীর করার ক্ষেত্রে অনেকগুলো পদক্ষেপ রয়েছে এবং এই পদক্ষেপ অব্যাহত থাকবে।’

বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব নিয়ে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে বেদান্ত প্যাটেল বলেন, ‘আগেই বলেছি গত বছর বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের অর্ধশত বছর ছিল। এই সময়ে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি ক্ষেত্রে কাজ অব্যাহত রেখেছে—বিশেষ করে জলবায়ু সহযোগিতা, নিরাপত্তা সহযোগিতা।’

বেদান্ত প্যাটেল বলেন, ‘সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি অংশীদারদেরও যুক্ত হওয়ার সুযোগ রয়েছে। আমরা বিশ্বাস করি যে এই সম্পর্ককে আরও গভীর করার ক্ষেত্রে বেসরকারি অংশীদাররাও গুরুত্বপূর্ণ।’

বাংলাদেশের সংসদ নির্বাচন ঘিরে বিভিন্ন নাশকতাসহ দেশে-বিদেশে নানা অপপ্রচার চালানো হয়। তবে এসবকে পাত্তা দেয়নি যুক্তরাষ্ট্র। এর আগেও এক বিজ্ঞপ্তিতে নির্বাচিত নতুন সরকারের সঙ্গে কাজ করার কথা জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর।