বাংলাদেশকে ৭০ কোটি ডলার দিতে চায় বিশ্বব্যাংক
- আপডেট সময় : ০৫:৩৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪
- / ৪১৩ বার পড়া হয়েছে
বাংলাদেশকে নতুন করে ৭শ’ মিলিয়ন ডলার ঋণ ও অনুদান দিতে চায় বিশ্বব্যাংক। যার মধ্যে ৩শ ১৫ মিলিয়ন ডলার অনুদান এবং বাকি অর্থ সহজ শর্তে ঋণ হিসেবে দেয়া হবে।
উগান্ডায় অনুষ্ঠিত ১৯তম ন্যাম সামিট এবং ৩য় সাউথ সামিট শেষে দেশে ফিরে মঙ্গলবার (২৩শে জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টরের সঙ্গে বৈঠক হয়েছে। তিনি জানিয়েছেন— রোহিঙ্গা ও আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য ৭০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্ব ব্যাংক। এর মধ্যে ৩১৫ মিলিয়ন ডলার রোহিঙ্গাদের জন্য, আর বাকি ৩৮৫ মিলিয়ন ডলার রোহিঙ্গা ও আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য সফট লোন।
হাছান মাহমুদ বলেন, বিশ্ব ব্যাংক সম্পর্ক বাড়ানোর কথা বলেছে। আমাদের সঙ্গে তারা আরও সম্পৃক্ততা বাড়াতে চায়।
এসময় ডক্টর ইউনুসকে মামলা দিয়ে হয়রানি না করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১২জন মার্কিন কংগ্রেসম্যানের চিঠি দেয়ার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ডক্টর ইউনুসের মামলা আদালতের বিষয়। এ নিয়ে সরকারের কিছু করার নেই।
আদালতের মামলায় সরকার কারো পক্ষ নিতে বা হস্তক্ষেপ করতে পারে না বলেও জানান তিনি।