প্রকল্প বাস্তবায়নে অযথা দেরি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ১০:১৯:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪
- / ৪০৯ বার পড়া হয়েছে
প্রকল্প বাস্তবায়নে অযথা দেরি না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, প্রকল্পে মানুষ কতোটা লাভবান হবে, অর্থনীতিতে কতোটা ইতিবাচক প্রভাব পড়বে- তা খেয়াল রাখতে হবে। বুধবার (২৪ জানুয়ারি) পরিকল্পনা কমিশনের সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা কমিশনের সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। সামনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থনীতির ইতিবাচক অগ্রগতি ধরে রাখা। এসময় প্রকল্পের কাজগুলো দ্রুত শেষ করার নির্দেশ দেন তিনি।
শেখ হাসিনা বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নিত হওয়ার লক্ষ্য পূরণে এক সাথে কাজ করতে হবে।
২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।