ময়মনসিংহ ও কুমিল্লা সিটি নির্বাচনের তফসিল ঘোষণা
- আপডেট সময় : ০৮:২৫:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪
- / ৪০৮ বার পড়া হয়েছে
ময়মনসিংহ সিটি করপোরেশনের সাধারণ নির্বাচন এবং কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ময়মনসিংহ সিটি করপোরেশন ভোট হবে আগামী ৯ই মার্চ। মনোনয়ন ফরম জমার শেষ দিন ১৩ ফেব্রুয়ারি। বাছাই ১৫ই ফেব্রুয়ারি। ২২ ফেব্রুয়ারির মধ্যে মনোনয়ন প্রত্যাহার ও ২৩ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ দেয়া হবে।
বুধবার নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে স্থানীয় সরকারের ২শ ৩৩টি প্রতিষ্ঠানের তফসিল জানিয়েছে নির্বাচন কমিশন। এরমধ্যে জেলা পরিষদ ৭টি, সিটি কর্পোরেশন ৫টি, পৌরসভা ১৮টি, ইউনিয়ন পরিষদের ২০৩টি। কয়েকটি স্থানে সাধারণ নির্বাচন আর অন্যগুলোয় বিভিন্ন পদে উপনির্বাচন হবে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনে সাধারণ নির্বাচন আর ১৩ই ডিসেম্বর কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাতের মৃত্যুতে শূন্য হওয়া মেয়র পদে উপনির্বাচন হবে।
নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম বলেন এসব নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ১৩ই ফেব্র“য়ারি, বাছাই ১৫ই ফেব্র“য়ারি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২২শে ফেব্র“য়ারি। ভোটগ্রহণ ৯ই মার্চ। সিটি কর্পোরেশন, পৌরসভা ও জেলা পরিষদ ভোট হবে ইভিএমে।
তবে কুমিল্লা সিটিতে সীমানা জটিলতা থাকায় তা নিরসন না হওয়া পর্যন্ত নির্বাচন না করার চিঠি ইসিকে স্থানীয় সরকার মন্ত্রণালয় গতকাল পাঠিয়েছে। কিন্তু আজ তফসিল দিয়ে দিয়েছে কমিশন।
স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণমূলক হবে বলে আশা করে নির্বাচন কমিশন।
জেলা পরিষদে নির্বাচন ছাড়া বাকি নির্বাচনে ভোট নেয়া হবে সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত। আর জেলা পরিষদে ভোট হবে সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত।