ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ইরাকে ইরান-সমর্থিত মিলিশিয়াদের ওপর যুক্তরাষ্ট্রের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৩৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪
  • / ৪১০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরাকে ইরান সমর্থিত সশস্ত্র যোদ্ধাদের ওপর হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। আজ বুধবার দেশটির প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন জানিয়েছেন, তাদের বাহিনী ইরাকে ইরান সমর্থিত সশস্ত্র যোদ্ধাদের ব্যবহৃত তিনটি স্থাপনায় হামলা চালিয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বলেন, কাতাইব হিজবুল্লাহ মিলিশিয়া গোষ্ঠী এবং অন্যান্য ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এই হামলা ইরাক ও সিরিয়াতে মার্কিন ও মিত্র জোটের ওপর চালানো হামলার ‘সরাসরি প্রতিক্রিয়া’।

এর আগে গত সপ্তাহে ইরাকের পশ্চিমাঞ্চলীয় একটি বিমানঘাঁটিতে সশস্ত্র যোদ্ধোদের করা ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনা সদস্য আহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) তখন বলেছিল, একটি ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী আল আসাদ বিমানঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং রকেট হামলা চালিয়েছে। ওই ঘাঁটিতে মার্কিন সেনারা অবস্থান করছিলেন।

ইরাকে ইসলামিক রেজিস্ট্যান্স নামে পরিচিত একটি গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করে। ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির তথ্য অনুসারে, ইসলামিক রেজিস্ট্যান্স গোষ্ঠীটি ২০২৩ সালের শেষ দিকে আত্মপ্রকাশ করে। এটি ইরান সংশ্লিষ্ট বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর সমন্বয়ে গঠিত। এর যোদ্ধারা ইরাকে কাজ করে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন বাহিনীর ওপর চালানো অন্যান্য হামলারও দায় স্বীকার করেছে গোষ্ঠীটি।

এদিকে এক বিবৃতিতে ইরাকে চালানো সবশেষ হামলাগুলোর পরিকল্পনা ও পরিচালনায় মার্কিন সামরিক কর্মীদের পেশাদারিত্বের প্রশংসা করেছেন লয়েড অস্টিন। মধ্যপ্রাচ্যে জঙ্গিগোষ্ঠী আইএসকে আরও ধ্বংস ও নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টার অংশ হিসেবে এসব হামলা চালানো হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

ইরাকে ইরান-সমর্থিত মিলিশিয়াদের ওপর যুক্তরাষ্ট্রের হামলা

আপডেট সময় : ০৮:৩৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪

ইরাকে ইরান সমর্থিত সশস্ত্র যোদ্ধাদের ওপর হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। আজ বুধবার দেশটির প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন জানিয়েছেন, তাদের বাহিনী ইরাকে ইরান সমর্থিত সশস্ত্র যোদ্ধাদের ব্যবহৃত তিনটি স্থাপনায় হামলা চালিয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বলেন, কাতাইব হিজবুল্লাহ মিলিশিয়া গোষ্ঠী এবং অন্যান্য ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এই হামলা ইরাক ও সিরিয়াতে মার্কিন ও মিত্র জোটের ওপর চালানো হামলার ‘সরাসরি প্রতিক্রিয়া’।

এর আগে গত সপ্তাহে ইরাকের পশ্চিমাঞ্চলীয় একটি বিমানঘাঁটিতে সশস্ত্র যোদ্ধোদের করা ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনা সদস্য আহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) তখন বলেছিল, একটি ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী আল আসাদ বিমানঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং রকেট হামলা চালিয়েছে। ওই ঘাঁটিতে মার্কিন সেনারা অবস্থান করছিলেন।

ইরাকে ইসলামিক রেজিস্ট্যান্স নামে পরিচিত একটি গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করে। ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির তথ্য অনুসারে, ইসলামিক রেজিস্ট্যান্স গোষ্ঠীটি ২০২৩ সালের শেষ দিকে আত্মপ্রকাশ করে। এটি ইরান সংশ্লিষ্ট বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর সমন্বয়ে গঠিত। এর যোদ্ধারা ইরাকে কাজ করে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন বাহিনীর ওপর চালানো অন্যান্য হামলারও দায় স্বীকার করেছে গোষ্ঠীটি।

এদিকে এক বিবৃতিতে ইরাকে চালানো সবশেষ হামলাগুলোর পরিকল্পনা ও পরিচালনায় মার্কিন সামরিক কর্মীদের পেশাদারিত্বের প্রশংসা করেছেন লয়েড অস্টিন। মধ্যপ্রাচ্যে জঙ্গিগোষ্ঠী আইএসকে আরও ধ্বংস ও নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টার অংশ হিসেবে এসব হামলা চালানো হয়েছিল।