ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর করার তাগিদ স্পিকারের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:০৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪
  • / ৪২৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক কমিটির ভাইস মিনিস্টার সান হাইয়ান। আজ (বৃহস্পতিবার, ২৫শে জানুয়ারি) স্পিকারের কার্যালয়ে সান হাইয়ানের নেতৃত্বাধীন প্রতিনিধিদলটি সাক্ষাৎ করে। এসময় তারা দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য, রোহিঙ্গা ইস্যু, বঙ্গবন্ধুর চীন ভ্রমণ ও সংসদীয় কার্যক্রমসহ বিভিন্ন প্রসঙ্গে আলোচনা করেন।

এসময় শিরীন শারমিন চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫২ এবং ১৯৫৭ সালে চীন ভ্রমণ করেছিলেন। বঙ্গবন্ধুর লেখা ‘আমার দেখা নয়াচীন’ গ্রন্থটি পড়ে চীন সম্পর্কে অনেক কিছু জানা যায়।

স্পিকার বলেন, চীনের সাথে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। উভয় দেশের জাতীয় সংসদের সংসদীয় রীতিনীতির বিনিময় এবং সংসদীয় মৈত্রী গ্র“পের মাধ্যমে এই সম্পর্ক আরও দৃঢ় করা যেতে পারে। এ সময় রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে চীনের সহযোগিতা কামনা করেন শিরীন শারমিন চৌধুরী। পরে জাতীয় সংসদ নির্বাচনে চীনের পর্যবেক্ষক পাঠানো এবং নির্বাচনে জয়ী হওয়ায় আওয়ামী লীগ সরকারকে অভিনন্দন জানানোর জন্য চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ধন্যবাদ জানান বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার।

সাক্ষাতকালে সান হাইয়ান বলেন, চীন বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত সহযোগী। বাংলাদেশের সাথে ব্যবসা-বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র বিস্তৃত করতে আগ্রহ প্রকাশ করেন তিনি। এসময় নবনির্বাচিত সরকারকে অভিনন্দন এবং স্পিকারকে চীন সফরের আমন্ত্রণ জানান চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক কমিটির ভাইস মিনিস্টার।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর করার তাগিদ স্পিকারের

আপডেট সময় : ০৫:০৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক কমিটির ভাইস মিনিস্টার সান হাইয়ান। আজ (বৃহস্পতিবার, ২৫শে জানুয়ারি) স্পিকারের কার্যালয়ে সান হাইয়ানের নেতৃত্বাধীন প্রতিনিধিদলটি সাক্ষাৎ করে। এসময় তারা দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য, রোহিঙ্গা ইস্যু, বঙ্গবন্ধুর চীন ভ্রমণ ও সংসদীয় কার্যক্রমসহ বিভিন্ন প্রসঙ্গে আলোচনা করেন।

এসময় শিরীন শারমিন চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫২ এবং ১৯৫৭ সালে চীন ভ্রমণ করেছিলেন। বঙ্গবন্ধুর লেখা ‘আমার দেখা নয়াচীন’ গ্রন্থটি পড়ে চীন সম্পর্কে অনেক কিছু জানা যায়।

স্পিকার বলেন, চীনের সাথে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। উভয় দেশের জাতীয় সংসদের সংসদীয় রীতিনীতির বিনিময় এবং সংসদীয় মৈত্রী গ্র“পের মাধ্যমে এই সম্পর্ক আরও দৃঢ় করা যেতে পারে। এ সময় রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে চীনের সহযোগিতা কামনা করেন শিরীন শারমিন চৌধুরী। পরে জাতীয় সংসদ নির্বাচনে চীনের পর্যবেক্ষক পাঠানো এবং নির্বাচনে জয়ী হওয়ায় আওয়ামী লীগ সরকারকে অভিনন্দন জানানোর জন্য চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ধন্যবাদ জানান বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার।

সাক্ষাতকালে সান হাইয়ান বলেন, চীন বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত সহযোগী। বাংলাদেশের সাথে ব্যবসা-বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র বিস্তৃত করতে আগ্রহ প্রকাশ করেন তিনি। এসময় নবনির্বাচিত সরকারকে অভিনন্দন এবং স্পিকারকে চীন সফরের আমন্ত্রণ জানান চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক কমিটির ভাইস মিনিস্টার।