আন্তর্জাতিক বাজারে একদিনের ব্যবধানে স্বর্ণের দাম কিছুটা কমেছে। তবে ভূরাজনৈতিক অস্থিতিশীলতাসহ নানা কারণে আগামী দিনগুলোয় মূল্যবান ধাতুটির বাজার বাড়তির দিকেই থাকতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
ডলার কিছুটা দুর্বল হওয়ায় স্বর্নের মূল্য হ্রাস পেয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়, শিগগিরই মূল্যস্ফীতি ও কর্মসংস্থানের উপাত্ত প্রকাশ করবে মার্কিন কর্তৃপক্ষ। সেগুলোর ওপর নির্ভর করেই কখন সুদের হার কমাবে ইউএস ফেডারেল রিজার্ভ (ফেড) তা জানা যাবে। আপাতত সেদিকে তীক্ষ নজর দিচ্ছেন বিনিয়োগকারীরা। ফলে স্বর্ণে বিনিয়োগে সতর্ক রয়েছেন ব্যবসায়ীরা। তাতে বুলিয়ন বাজারের চাকচিক্য কমেছে।
গত বুধবার (২৪ জানুয়ারি) স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দর নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ৬ শতাংশ। প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ২০১৬ ডলার ৪ সেন্টে। একই কর্মদিবসে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের দরপতন ঘটেছে শূন্য দশমিক ৪৮ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ২০১৬ ডলারে।