০৮:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দেশে এখন বাকশাল ভার্সন 2.0 চলছে: রিজভী

মুক্তিযুদ্ধের আত্মত্যাগের সঙ্গে প্রতারণা করে বাকশাল করা হয়েছিলো। এখন একই রকম বাকশাল ভার্সন 2.0 চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

রিজভী আহমেদ বলেন, ‘চতুর্থ সংশোধনীর মধ্যদিয়ে ১১ মিনিটে পাশ হয় বাকশাল। রাজনৈতিক দলগুলোর কার্যক্রম, মত প্রকাশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের আত্মত্যাগের সঙ্গে প্রতারণা করে বাকশাল করা হয়েছিলো। ৭ জানুয়ারির পুতুল খেলার নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা সেই বাকশালের ভার্সন 2.0 শুরু করেছেন।

তিনি আরও বলেন, পরিকল্পিতভাবে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দিকে এগিয়ে চলেছে। নতুন শিক্ষনীতিতে দেশ বিরোধী কারিক্যুলাম এনে দেশের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিচ্ছে সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় এসে জনগণকে তাবেদার করতে শিক্ষা ব্যবস্থা সাজায়। সৃজনশীলতার ব্যর্থতার পর এখন বিজ্ঞান শিক্ষাকে সংকুচিত করেছে সরকার। বৈশ্বিক মানদন্ডে নতুন কারিক্যুলাম জাতির জন্য ক্ষতিকর হবে।

শিশু কিশোরদের অনলাইন ক্লাসের সমালোচনা বিএনপির এই নেতা বলেন, শিশু-কিশোরদের অতিরিক্ত ডিভাইস নির্ভর শিক্ষা ব্যবস্থা করায় অপরাধমূলক কার্যক্রম বেড়ে যাবে। অতিরিক্ত অনলাইন নির্ভর শিশু-কিশোরদের কারিক্যুলাম অভিভাবকরা গ্রহন করতে পারছে না। দেশের অধিকাংশ শিশু অনলাইন শিক্ষা থেকে বঞ্চিত হবে।

ফ্যাসিস্ট সরকারের মেধাহীন শিক্ষাব্যবস্থার প্রত্যাখ্যান করে নতুন শিক্ষা কারিক্যুলাম দিয়ে জাতিগত অস্তিত্ব ভুলিয়ে দেয়ার চেষ্টা করছে বলেও অভিযোগে এই নেতার।

রুহুল কবির রিজভী বলেন, ‘দেশে যে ডামি সরকার গঠন করা হয়েছে তা দেশের জন্য লজ্জার। ডামি সরকারকে যারা সমর্থন করছে তারা নিজেদেনই আত্মপ্রবঞ্চনা করছে। অবৈধ ক্ষমতার খায়েশ মেটানোর দিন সাতই জানুয়ারি।’

সরকার কিভাবে বাকশাল কয়েক করেছে সেই তথ্য তুলে ধরে রিজভী বলেন, ‘সরকার এখন অভিনন্দন ভিক্ষা করে ঘুরে বেড়াচ্ছে। বাকশাল কিভাবে হয়েছে তা কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকই পরিস্কার করেছেন।’

রিজভী অভিযোগ করেন, ‘বিএনপি নেতারা শেখ হাসিনার ইচ্ছায় কারাগারে, আইন অনুযায়ী নয়। এক তরফা নির্বাচন করতেই কারান্তরীণ করা হয়েছে বিএনপির শীর্ষ নেতাদের।’

সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘জন্মান্ধদেরও ককটেল বিস্ফোরণের গায়েবি মামলায় আসামি করা হচ্ছে। করিৎকর্মা পুলিশ সাগর-রুনির প্রতিবেদন দিতে পারে না অথচ বিরোধী দলের নেতাকর্মীদের সাজা দিতে আদালত পরিচালনা করে।’

তিনি আরও অভিযোগ করেন, ‘বিএনপি নেতাকর্মীদের নিয়ে ভয়ঙ্কর বাণিজ্য করছে আইন শৃঙ্খলাবাহিনী। টাকা না দিলে জামিন হলের বের হতে পারছে না নেতাকর্মীরা। বিরোধী দলকে স্তব্ধ করতে চাচ্ছে প্রভুদের বলে বলিয়ান হয়ে।’

চার দিনে সারাদেশে গ্রেপ্তার ৭ জন, মামলা দুটি, আসামী দেড়শোর বেশি। যে সমস্ত জেলার সঙ্গে মহানগর আছে সে সব জায়গায় ২৭ তারিখ এক সঙ্গে কর্মসূচি পালন করবে।

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সমালোচনা করে রিজভী বলেন, উদ্ভট অবান্তর কথায় পারঙ্গম হাছান মাহমুদ এজন্যই তাকে প্রমোসন হিসেবে পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে।’

দেশে এখন বাকশাল ভার্সন 2.0 চলছে: রিজভী

আপডেট : ১০:২০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪

মুক্তিযুদ্ধের আত্মত্যাগের সঙ্গে প্রতারণা করে বাকশাল করা হয়েছিলো। এখন একই রকম বাকশাল ভার্সন 2.0 চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

রিজভী আহমেদ বলেন, ‘চতুর্থ সংশোধনীর মধ্যদিয়ে ১১ মিনিটে পাশ হয় বাকশাল। রাজনৈতিক দলগুলোর কার্যক্রম, মত প্রকাশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের আত্মত্যাগের সঙ্গে প্রতারণা করে বাকশাল করা হয়েছিলো। ৭ জানুয়ারির পুতুল খেলার নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা সেই বাকশালের ভার্সন 2.0 শুরু করেছেন।

তিনি আরও বলেন, পরিকল্পিতভাবে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দিকে এগিয়ে চলেছে। নতুন শিক্ষনীতিতে দেশ বিরোধী কারিক্যুলাম এনে দেশের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিচ্ছে সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় এসে জনগণকে তাবেদার করতে শিক্ষা ব্যবস্থা সাজায়। সৃজনশীলতার ব্যর্থতার পর এখন বিজ্ঞান শিক্ষাকে সংকুচিত করেছে সরকার। বৈশ্বিক মানদন্ডে নতুন কারিক্যুলাম জাতির জন্য ক্ষতিকর হবে।

শিশু কিশোরদের অনলাইন ক্লাসের সমালোচনা বিএনপির এই নেতা বলেন, শিশু-কিশোরদের অতিরিক্ত ডিভাইস নির্ভর শিক্ষা ব্যবস্থা করায় অপরাধমূলক কার্যক্রম বেড়ে যাবে। অতিরিক্ত অনলাইন নির্ভর শিশু-কিশোরদের কারিক্যুলাম অভিভাবকরা গ্রহন করতে পারছে না। দেশের অধিকাংশ শিশু অনলাইন শিক্ষা থেকে বঞ্চিত হবে।

ফ্যাসিস্ট সরকারের মেধাহীন শিক্ষাব্যবস্থার প্রত্যাখ্যান করে নতুন শিক্ষা কারিক্যুলাম দিয়ে জাতিগত অস্তিত্ব ভুলিয়ে দেয়ার চেষ্টা করছে বলেও অভিযোগে এই নেতার।

রুহুল কবির রিজভী বলেন, ‘দেশে যে ডামি সরকার গঠন করা হয়েছে তা দেশের জন্য লজ্জার। ডামি সরকারকে যারা সমর্থন করছে তারা নিজেদেনই আত্মপ্রবঞ্চনা করছে। অবৈধ ক্ষমতার খায়েশ মেটানোর দিন সাতই জানুয়ারি।’

সরকার কিভাবে বাকশাল কয়েক করেছে সেই তথ্য তুলে ধরে রিজভী বলেন, ‘সরকার এখন অভিনন্দন ভিক্ষা করে ঘুরে বেড়াচ্ছে। বাকশাল কিভাবে হয়েছে তা কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকই পরিস্কার করেছেন।’

রিজভী অভিযোগ করেন, ‘বিএনপি নেতারা শেখ হাসিনার ইচ্ছায় কারাগারে, আইন অনুযায়ী নয়। এক তরফা নির্বাচন করতেই কারান্তরীণ করা হয়েছে বিএনপির শীর্ষ নেতাদের।’

সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘জন্মান্ধদেরও ককটেল বিস্ফোরণের গায়েবি মামলায় আসামি করা হচ্ছে। করিৎকর্মা পুলিশ সাগর-রুনির প্রতিবেদন দিতে পারে না অথচ বিরোধী দলের নেতাকর্মীদের সাজা দিতে আদালত পরিচালনা করে।’

তিনি আরও অভিযোগ করেন, ‘বিএনপি নেতাকর্মীদের নিয়ে ভয়ঙ্কর বাণিজ্য করছে আইন শৃঙ্খলাবাহিনী। টাকা না দিলে জামিন হলের বের হতে পারছে না নেতাকর্মীরা। বিরোধী দলকে স্তব্ধ করতে চাচ্ছে প্রভুদের বলে বলিয়ান হয়ে।’

চার দিনে সারাদেশে গ্রেপ্তার ৭ জন, মামলা দুটি, আসামী দেড়শোর বেশি। যে সমস্ত জেলার সঙ্গে মহানগর আছে সে সব জায়গায় ২৭ তারিখ এক সঙ্গে কর্মসূচি পালন করবে।

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সমালোচনা করে রিজভী বলেন, উদ্ভট অবান্তর কথায় পারঙ্গম হাছান মাহমুদ এজন্যই তাকে প্রমোসন হিসেবে পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে।’