খেলোয়াড়কে ধাক্কা মেরে নিষিদ্ধ কোচ
- আপডেট সময় : ০৮:৪২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪
- / ৪২৭ বার পড়া হয়েছে
ফুটবল মাঠে অপ্রীতিকর ঘটনা নতুন কিছু নয়। প্রায়ই দেখা যায় মাঠে দুই দলের খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এবার এ আলোচনায় যুক্ত হয়েছে বুন্দেসলিগা। বুধবার রাতে জার্মান লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঠে নেমেছিল ইউনিয়ন বার্লিন। এ ম্যাচে লিরয় সানেকে ধাক্কা দিয়ে সরাসরি লালকার্ড দেখেছিলেন বার্লিনের কোচ নেনাদ বিয়ালিচা। এবার তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে ৫২ বছর বয়সী ক্রোয়েশিয়ান ফুটবল কোচকে।
বুধবার রাতে বায়ার্নের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনাতে তখন ম্যাচের ৭৪ মিনিট চলছে। ইতোমধ্যে ১ গোলে পিছিয়ে ছিল বার্লিন। তাদের লেফট ব্যাক জেরোম রুসিলনের কল্যাণে থ্রো ইন পায় পায় স্বাগতিক বায়ার্ন। থ্রো ইন করতে এগিয়ে যান সানে।
কিন্তু সমস্যা বাধে, বল ছিল বার্লিন কোচ বিয়ালিচার নির্ধারিত অঞ্চলে। সানে বল নেওয়ার জন্য সেদিকে যাচ্ছিলেন। কিন্তু বিয়ালিচা বল তুলে অন্যদিকে ছুড়ে মারেন। সানে বলটি পুনরুদ্ধারের জন্য হাত বাড়ালে রেগে যান বিয়ালিচা। হাত দিয়ে ধাক্কা মেরে বসেন বায়ার্ন লেফট উইংগারের গালে। একবার নয়, পরপর দুবার একই কাজ করেন বিয়ালিচা।
এমন অপ্রীতিকর ঘটনায় সরাসরি লাল কার্ড দেখেন বার্লিন কোচ। আরও বড় শাস্তি যে অপেক্ষা করছে বিয়ালিচার জন্য, এটা প্রত্যাশিতই ছিল। জার্মান ফুটবল ফেডারেশন এ ঘটনাকে ‘অখেলোয়াড়সুলভ আচরণ’ উল্লেখ বিয়ালিচাকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। পাশাপাশি তাঁকে ২৫ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।
অবশ্য ম্যাচ শেষে এমন ঘটনার জন্য ক্ষমা চেয়েছিলেন বিয়ালিচা। তিনি তখন বলেছিলেন, ‘সানে আমার জোনে এসে আমাকে ধাক্কা মেরেছিল। তাই আমি ওভাবে প্রতিক্রিয়া দেখিয়েছি। আমি যা করেছি, আমার সেটা করা উচিত হয়নি। লাল কার্ড আমার প্রাপ্য ছিল।’ ক্ষমা চেয়েও লাভ হলো না ৫২ বছর বয়সী কোচের।
গত নভেম্বরে বার্লিনের দায়িত্ব নিয়েছেন বিয়ালিচা। তাঁর অধীনে এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে মাত্র দুটিতে জিতেছে বার্লিন। গতবার চতুর্থ হওয়া দলটি এবারের পয়েন্ট তালিকায় আছে ১৫ নম্বরে।
Union Berlin will have to do without head coach Nenad Bjelica for their next three Bundesliga matches due to his unsportsmanlike behavior.
In his side's game against Bayern, the Union coach was shown a straight red card for twice shoving Bayern forward Leroy Sane in the face. pic.twitter.com/NVwRdJ7b5U
— DW Sports (@dw_sports) January 25, 2024