গাজায় একদিনে দুই শতাধিক ফিলিস্তিনি নিহত
- আপডেট সময় : ০৮:২৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪
- / ৪৩১ বার পড়া হয়েছে
গাজায় ইসরাইলের হামলায় নিহত ফিলিস্তিনের সংখ্যা প্রায় ২৬ হাজারে পৌঁছেছে। বর্বর এই হামলায় আহত হয়েছেন আরও ৬৪ হাজারেরও বেশি মানুষ। গেল ২৪ ঘণ্টায় ইসরাইলের হামলায় প্রাণ গেছে দুই শতাধিক ফিলিস্তিনির।
ফিলিস্তানের অবরুদ্ধ গাজা ভূখন্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই তথ্য জানা গেছে। আজ (শুক্রবার) ২৬শে জানুয়ারি এক প্রতিবেদনে এটি নিশ্চিত করেছে বার্তাসংস্থা আনাদোলু।
গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরাইল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।
মাঝে হামাসের সাথে এক সপ্তাহব্যাপী মানবিক বিরতির পর গত ডিসেম্বরের শুরু থেকে গাজা উপত্যকায় পুনরায় বিমান ও স্থল হামলা শুরু করে ইসরাইল। বিরতির পর শুরু হওয়া এই অভিযানে গাজায় হামলা আরও তীব্র করে দখলদার সেনারা।