ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ভারতের প্রজাতন্ত্র দিবস আজ, প্রধান অতিথি মাখোঁ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩২:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪
  • / ৪৩৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৭৫তম প্রজাতন্ত্র দিবস উদ্‌যাপন করছে ভারত। এই দিবস উপলক্ষে আজ শুক্রবার ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারের আসরে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ৭৫তম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বিশেষ গুরুত্ব দেওয়া হয় নারীশক্তিকে।

সকালে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে ভারতের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর সময় দুই মিনিট নিরবতা পালন করেন মোদি। কর্তব্যপথে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে নরেন্দ্র মোদিকে স্বাগত জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

পরে ঘোড়ার গাড়িতে করে কর্তব্যপথে আসেন প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু ও প্রধান অতিথি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। তাদের স্বাগত জানান নরেন্দ্র মোদি।

প্রজাতন্ত্র দিবসের ঐতিহ্য বজায় রেখে সকালে উত্তোলন করা হয় ভারতের জাতীয় পতাকা। এরপর জাতীয় সঙ্গীত ও ২১ বার তোপধ্বনির পর শুরু হয় ৭৫তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ। শৃঙ্খলাবদ্ধভাবে রাষ্ট্রপতিকে অভিবাদন জানান সেনা, আধা সেনা ও অন্যান্যরা। এবারই প্রথম বাদ্যযন্ত্র নিয়ে কুচকাওয়াজে অংশ নেন শতাধিক নারী শিল্পী।

এ বছরের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দুইটি থিম বেছে নেওয়া হয়েছে। এর মধ্যে একটি ‘বিকশিত ভারত’, অন্যটি ‘ভারত-লোকতন্ত্রের মাতৃকা’।

প্রজাতন্ত্র দিবসে প্রথমবারের মতো দেখা গেছে তিন বাহিনীর অল ওমেন কন্টিজেন্টকে। ভারতীয় নৌসেনার পরিবেশনায় স্থান পায় নারীশক্তি ও আত্মনির্ভরতা। ফ্লাইপাস্টের সময় নারী শক্তির প্রতিনিধিত্ব করেন নারী পাইলটরা। প্যারেডে অংশ নেন ফরাসি সশস্ত্র বাহিনীর একটি দল।

কুচকাওয়াজ শেষে বীর সৈনিকদের পরমবীর চক্র, অশোক চক্র ও বীর চক্র সম্মানে ভূষিত করা হয়।

এদিকে কলকাতার রেড রোডে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিউজটি শেয়ার করুন

ভারতের প্রজাতন্ত্র দিবস আজ, প্রধান অতিথি মাখোঁ

আপডেট সময় : ০৩:৩২:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৭৫তম প্রজাতন্ত্র দিবস উদ্‌যাপন করছে ভারত। এই দিবস উপলক্ষে আজ শুক্রবার ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারের আসরে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ৭৫তম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বিশেষ গুরুত্ব দেওয়া হয় নারীশক্তিকে।

সকালে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে ভারতের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর সময় দুই মিনিট নিরবতা পালন করেন মোদি। কর্তব্যপথে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে নরেন্দ্র মোদিকে স্বাগত জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

পরে ঘোড়ার গাড়িতে করে কর্তব্যপথে আসেন প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু ও প্রধান অতিথি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। তাদের স্বাগত জানান নরেন্দ্র মোদি।

প্রজাতন্ত্র দিবসের ঐতিহ্য বজায় রেখে সকালে উত্তোলন করা হয় ভারতের জাতীয় পতাকা। এরপর জাতীয় সঙ্গীত ও ২১ বার তোপধ্বনির পর শুরু হয় ৭৫তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ। শৃঙ্খলাবদ্ধভাবে রাষ্ট্রপতিকে অভিবাদন জানান সেনা, আধা সেনা ও অন্যান্যরা। এবারই প্রথম বাদ্যযন্ত্র নিয়ে কুচকাওয়াজে অংশ নেন শতাধিক নারী শিল্পী।

এ বছরের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দুইটি থিম বেছে নেওয়া হয়েছে। এর মধ্যে একটি ‘বিকশিত ভারত’, অন্যটি ‘ভারত-লোকতন্ত্রের মাতৃকা’।

প্রজাতন্ত্র দিবসে প্রথমবারের মতো দেখা গেছে তিন বাহিনীর অল ওমেন কন্টিজেন্টকে। ভারতীয় নৌসেনার পরিবেশনায় স্থান পায় নারীশক্তি ও আত্মনির্ভরতা। ফ্লাইপাস্টের সময় নারী শক্তির প্রতিনিধিত্ব করেন নারী পাইলটরা। প্যারেডে অংশ নেন ফরাসি সশস্ত্র বাহিনীর একটি দল।

কুচকাওয়াজ শেষে বীর সৈনিকদের পরমবীর চক্র, অশোক চক্র ও বীর চক্র সম্মানে ভূষিত করা হয়।

এদিকে কলকাতার রেড রোডে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।