ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস আজ
- আপডেট সময় : ০৮:২৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪
- / ৪২৬ বার পড়া হয়েছে
আজ ২৬শে জানুয়ারি ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস। দেশভাগের ফলে ব্রিটিশ শাসন মুক্ত হবার তিন বছর পর ১৯৫০ সালে আজকের দিনেই কার্যকর হয়েছিল দেশটির সংবিধান। তারপর থেকে প্রতি বছর ২৬শে জানুয়ারি পালিত হয় প্রজাতন্ত্র দিবস।
এরমই মধ্যে শুরু হয়েছে প্রজাতন্ত্র দিবসের আনুষ্ঠানিকতা। সকালে এ উপলক্ষ্যে শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লিতে প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজে অংশ নিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
২০২৪ সালে দুটি বিশেষ থিম বেছে নেওয়া হয়েছে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে। এর মধ্যে একটি ‘বিকশিত ভারত’, অন্যটি ‘ভারত – লোকতন্ত্রের মাতৃকা’। রীতি মেনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূর নেতৃত্বে স্থানীয় সময় সকাল ১০টায় কতর্ব্য পথে অনুষ্ঠিত হবে কুচকাওয়াজ। অতিথি হিসেবে উপস্থিত থাকছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। কুচকাওয়াজে এবছর প্রথমবারের মতো নারী শক্তি প্রর্দশন করা হবে। এতে শতাধিক নারী ভারতীয় বাদ্যযন্ত্র বাজিয়ে কুচকাওয়াজ শুরু করবেন।
৭৫ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে কড়া নিরাপত্তায় ঢেকে ফেলা হয়েছে দিল্লিকে। ভারতের রাজধানীজুড়ে মোতায়েন করা হয়েছে ৭০ হাজারের বেশি নিরাপত্তাকর্মী।