ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

‘লাল কার্ড কর্মসূচি’র ঘোষণা দিল এবি পার্টি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:১৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪
  • / ৪৭৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথ গ্রহণকে সংবিধান লঙ্ঘন দাবি করে এই সংসদের অধিবেশন ডাকার প্রতিবাদ জানিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আগামী মঙ্গলবার (৩০ জানুয়ারি) ওই কর্মসূচি পালন করবে দলটি। এটিকে তারা বলছে ‘লাল কার্ড দেখানোর কর্মসূচি’।

আজ শনিবার (২৭ জানুয়ারি) দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক মিডিয়া ব্রিফিংয়ে লাল কার্ড দেখানোর কর্মসূচি ঘোষণা দেন সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু। ব্রিফিংয়ে বাংলাদেশের সংবিধান থেকে আইনি বিধান উল্লেখ করে বক্তব্য দেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম।

তাজুল ইসলাম বলেন, ‘এই মুহূর্তে দেশে মিডনাইট একাদশ সংসদের ৩৫০ জন আর ডামি দ্বাদশ সংসদের ২৯৮ জন মোট ৬৪৮ জন শপথবদ্ধ এমপি রয়েছেন। আগামী ২৯ জানুয়ারি একাদশ সংসদের মেয়াদ শেষ হওয়া অবধি এই অরাজকতা থাকবে। এটি একটি চরম সাংবিধানিক লংঘন। এই সময়ের মধ্যে চাইলে দ্বাদশ অবৈধ সংসদ বাতিলও করে দেওয়া সম্ভব।’ বর্তমান সংসদের মেয়াদ আছে ২৯ জানুয়ারি ২০২৪ পর্যন্ত উল্লেখ করে তাজুল ইসলাম দাবি করেন, ‘এই দফা ও উপদফা অনুযায়ী দ্বাদশের জন্য নির্বাচিতরা ২৯ জানুয়ারির আগে শপথ গ্রহণ করতে পারবেন না। করলে, তা অসাংবিধানিক এবং অবৈধ হবে।’

ব্রিফিংয়ের সময় উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ব্যারিস্টার যোবায়ের আহমদ ভূঁইয়া, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক গাজী নাসির, যুগ্ম সদস্য সচিব সফিউল বাসার, কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুজ্জামান আসাদ, মশিউর রহমান মিলু, শরণ চৌধুরী, আনোয়ার হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

‘লাল কার্ড কর্মসূচি’র ঘোষণা দিল এবি পার্টি

আপডেট সময় : ০৫:১৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথ গ্রহণকে সংবিধান লঙ্ঘন দাবি করে এই সংসদের অধিবেশন ডাকার প্রতিবাদ জানিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আগামী মঙ্গলবার (৩০ জানুয়ারি) ওই কর্মসূচি পালন করবে দলটি। এটিকে তারা বলছে ‘লাল কার্ড দেখানোর কর্মসূচি’।

আজ শনিবার (২৭ জানুয়ারি) দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক মিডিয়া ব্রিফিংয়ে লাল কার্ড দেখানোর কর্মসূচি ঘোষণা দেন সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু। ব্রিফিংয়ে বাংলাদেশের সংবিধান থেকে আইনি বিধান উল্লেখ করে বক্তব্য দেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম।

তাজুল ইসলাম বলেন, ‘এই মুহূর্তে দেশে মিডনাইট একাদশ সংসদের ৩৫০ জন আর ডামি দ্বাদশ সংসদের ২৯৮ জন মোট ৬৪৮ জন শপথবদ্ধ এমপি রয়েছেন। আগামী ২৯ জানুয়ারি একাদশ সংসদের মেয়াদ শেষ হওয়া অবধি এই অরাজকতা থাকবে। এটি একটি চরম সাংবিধানিক লংঘন। এই সময়ের মধ্যে চাইলে দ্বাদশ অবৈধ সংসদ বাতিলও করে দেওয়া সম্ভব।’ বর্তমান সংসদের মেয়াদ আছে ২৯ জানুয়ারি ২০২৪ পর্যন্ত উল্লেখ করে তাজুল ইসলাম দাবি করেন, ‘এই দফা ও উপদফা অনুযায়ী দ্বাদশের জন্য নির্বাচিতরা ২৯ জানুয়ারির আগে শপথ গ্রহণ করতে পারবেন না। করলে, তা অসাংবিধানিক এবং অবৈধ হবে।’

ব্রিফিংয়ের সময় উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ব্যারিস্টার যোবায়ের আহমদ ভূঁইয়া, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক গাজী নাসির, যুগ্ম সদস্য সচিব সফিউল বাসার, কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুজ্জামান আসাদ, মশিউর রহমান মিলু, শরণ চৌধুরী, আনোয়ার হোসেন প্রমুখ।