ত্রিদেশীয় সিরিজে টানা দ্বিতীয় জয় পেল বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ নারী। পাকিস্তানকে ২৩ রানে হারায় বাংলাদেশের মেয়েরা।
শুরুতে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৩৬ রান করে বাংলাদেশ। তবে রান তাড়া করতে নেমে সুবিধা করতে পারেনি পাকিস্তান। ১০০ রান করতেই গুটিয়ে যায় তাদের ইনিংস।
পাকিস্তানের দুই উদ্বোধনী ব্যাটার ৫১ রান যোগ করেন। সামিয়া আফসার ২৫ রান করে ফিরলে ওই জুটি ভাঙে। আরেক ওপেনার এইমান ফাতিমা আউট হয়েছেন ৪৩ বলে ৩৯ রান করে। এরপর বাকি ব্যাটারদের কেউই বলার মতো রান করতে পারেননি।
মিডল অর্ডার ব্যাটার লাইবা নাসির ১০ রানে অপরাজিত ছিলেন। এ ছাড়া দুই অঙ্কে পৌঁছাতে পেরেছেন কেবল কোমাল খান। বাকি ব্যাটারদের প্রত্যেকেই এক অঙ্কের ঘরে আউট হয়েছেন। বাংলাদেশের বোলারদের মধ্যে আফিয়া ইরা দুটি উইকেট নিয়েছেন। একটি করে উইকেট নিয়েছেন রাবেয়া খাতুন ও ফারিয়া আক্তার।
এর আগে টসে জিতে ব্যাটিং করতে নেমে দলীয় ২৪ রানেই মোসাম্মদ ইভার উইকেট হারায় বাংলাদেশ। এই ব্যাটার মাত্র ৬ রান করে ফিরে যান। এরপর আরবিন তানিকে নিয়ে জুটি বাধেন সুমাইয়া সুবর্ণা। সুবর্ণার ব্যাট থেকে এসেছে ৩৩ বলে ২৪ রান।
তানি আউট হয়েছেন ৩০ বলে ৩১ রান করে। শেষের দিকে সুমাইয়ার ২৪ বলে ৩২ ও রাবেয়ার অপরাজিত ২৩ বলে ২৩ রানের ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ১৩৬ রান তোলে বাংলাদেশ। পাকিস্তানের হয়ে ২টি উইকেট নিয়েছেন আনোশা নাসির। একটি করে উইকেট পেয়েছেন মাহনূর আফতাব ও মাহাম আনিস।