ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালো হাঙ্গেরি ও কিরগিজস্তান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:২৫:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪
  • / ৪৬১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টানা চতুর্থবার সরকারপ্রধানের দায়িত্বভার গ্রহণ করায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তান ও ইউরোপের দেশ হাঙ্গেরি। পৃথক শুভেচ্ছা বার্তায় হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ও কিরগিজস্তানের প্রেসিডেন্ট সাদির জাপারভ শেখ হাসিনাকে এ অভিনন্দন জানান।

শুভেচ্ছা বার্তায় বাংলাদেশের উন্নয়ন ও দায়িত্বশীল নীতির মাধ্যমে শেখ হাসিনা অঞ্চলের স্থিতিশীলতায় যে অবদান রেখেছেন তার প্রশংসা করেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমি নিশ্চিত যে, শেখ হাসিনার প্রতি নতুন করে বাংলাদেশের জনগণের আস্থা তাকে তার সাফল্য অব্যাহত রাখতে সক্ষম করবে। এ সময় হাঙ্গেরি সরকার অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে বিদ্যমান তাদের সহযোগিতা আরও গভীর করতে ভবিষ্যতেও একটি প্রতিশ্রুতিবদ্ধ উপায়ে কাজ করে যাবে বলেও আশ্বস্ত করেন ভিক্টর অরবান।

অন্যদিকে, প্রধানমন্ত্রীকে জানানো শুভেচ্ছা বার্তায় কিরগিজস্তানের প্রেসিডেন্ট সাদির জাপারভ বলেন, আমি বিশ্বাস করি সরকারপ্রধান শেখ হাসিনার কার্যক্রম দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে এবং বাণিজ্য-অর্থনৈতিক, বৈজ্ঞানিক, প্রযুক্তিগত, সাংস্কৃতিক এবং জনগণের সঙ্গে জনগণের ক্ষেত্রে বহুমুখী কিরগিজ-বাংলাদেশ সহযোগিতার উন্নয়নে অবদান রাখবে।

শুভেচ্ছা বার্তায় দেশটির সরকার কিরগিজস্তান ও বাংলাদেশের স্বার্থ রক্ষায় দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে গঠনমূলক সহযোগিতা জোরদার করতে প্রস্তুত বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট সাদির জাপারভ।

নিউজটি শেয়ার করুন

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালো হাঙ্গেরি ও কিরগিজস্তান

আপডেট সময় : ০৬:২৫:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪

টানা চতুর্থবার সরকারপ্রধানের দায়িত্বভার গ্রহণ করায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তান ও ইউরোপের দেশ হাঙ্গেরি। পৃথক শুভেচ্ছা বার্তায় হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ও কিরগিজস্তানের প্রেসিডেন্ট সাদির জাপারভ শেখ হাসিনাকে এ অভিনন্দন জানান।

শুভেচ্ছা বার্তায় বাংলাদেশের উন্নয়ন ও দায়িত্বশীল নীতির মাধ্যমে শেখ হাসিনা অঞ্চলের স্থিতিশীলতায় যে অবদান রেখেছেন তার প্রশংসা করেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমি নিশ্চিত যে, শেখ হাসিনার প্রতি নতুন করে বাংলাদেশের জনগণের আস্থা তাকে তার সাফল্য অব্যাহত রাখতে সক্ষম করবে। এ সময় হাঙ্গেরি সরকার অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে বিদ্যমান তাদের সহযোগিতা আরও গভীর করতে ভবিষ্যতেও একটি প্রতিশ্রুতিবদ্ধ উপায়ে কাজ করে যাবে বলেও আশ্বস্ত করেন ভিক্টর অরবান।

অন্যদিকে, প্রধানমন্ত্রীকে জানানো শুভেচ্ছা বার্তায় কিরগিজস্তানের প্রেসিডেন্ট সাদির জাপারভ বলেন, আমি বিশ্বাস করি সরকারপ্রধান শেখ হাসিনার কার্যক্রম দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে এবং বাণিজ্য-অর্থনৈতিক, বৈজ্ঞানিক, প্রযুক্তিগত, সাংস্কৃতিক এবং জনগণের সঙ্গে জনগণের ক্ষেত্রে বহুমুখী কিরগিজ-বাংলাদেশ সহযোগিতার উন্নয়নে অবদান রাখবে।

শুভেচ্ছা বার্তায় দেশটির সরকার কিরগিজস্তান ও বাংলাদেশের স্বার্থ রক্ষায় দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে গঠনমূলক সহযোগিতা জোরদার করতে প্রস্তুত বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট সাদির জাপারভ।