১০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

৩০ জানুয়ারি বিএনপির কালো পতাকা মিছিল

দ্বাদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনের দিন ৩০শে জানুয়ারি সারাদেশে কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। শনিবার রাজধানীর নয়াপল্টনে সমাবেশে নতুন এ কর্মসূচির ঘোষণা করেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এসময় দলটির নেতারা বলেন, বিএনপিকে ভয় দেখিয়ে আর লাভ নেই, রাজপথে থেকেই সরকারের পতন ঘটানো হবে।

৭ই জানুয়ারি জাতীয় নির্বাচনের পর সাময়িক বিরতি দিয়ে আবারও রাজপথমুখি হয়েছে বিএনপি। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ, খালেদা জিয়াসহ আটক নেতাকর্মীদের মুক্তি ও সংসদ বাতিলের দাবিতে শনিবার ঢাকায় কালো পতাকা হাতে মিছিল করেছে দলটি। এতে যোগ দেয় দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত মিছিলপূর্ব সমাবেশে বিএনপি’র কেন্দ্রীয় নেতারা অভিযোগ করেন, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতা ধরে রেখেছে আওয়ামী লীগ। সংবিধানের দোহাই দিলেও খোদ সরকারই তা লঙ্ঘন করেছে বলে দাবি করেন তারা।

দলের নীতি নির্ধারক নেতারা বলেন, জনগণকে সাথে নিয়ে বিএনপি ভোট বর্জন করেছে, প্রতিহত করেনি। একইভাবে রাজপথের কর্মসূচিতেই সরকারের বিদায় ঘটবে বলে জানান নেতারা।

সমাবেশ শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় কালো পতাকা মিছিল। নেতৃত্ব দেন দলের সিনিয়র নেতারা। মিছিলটি বিজয়নগর নাইটিঙ্গেল মোড় ঘুরে ফকিরাপুল হয়ে আবারও কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

৩০ জানুয়ারি বিএনপির কালো পতাকা মিছিল

আপডেট : ০৫:২৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনের দিন ৩০শে জানুয়ারি সারাদেশে কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। শনিবার রাজধানীর নয়াপল্টনে সমাবেশে নতুন এ কর্মসূচির ঘোষণা করেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এসময় দলটির নেতারা বলেন, বিএনপিকে ভয় দেখিয়ে আর লাভ নেই, রাজপথে থেকেই সরকারের পতন ঘটানো হবে।

৭ই জানুয়ারি জাতীয় নির্বাচনের পর সাময়িক বিরতি দিয়ে আবারও রাজপথমুখি হয়েছে বিএনপি। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ, খালেদা জিয়াসহ আটক নেতাকর্মীদের মুক্তি ও সংসদ বাতিলের দাবিতে শনিবার ঢাকায় কালো পতাকা হাতে মিছিল করেছে দলটি। এতে যোগ দেয় দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত মিছিলপূর্ব সমাবেশে বিএনপি’র কেন্দ্রীয় নেতারা অভিযোগ করেন, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতা ধরে রেখেছে আওয়ামী লীগ। সংবিধানের দোহাই দিলেও খোদ সরকারই তা লঙ্ঘন করেছে বলে দাবি করেন তারা।

দলের নীতি নির্ধারক নেতারা বলেন, জনগণকে সাথে নিয়ে বিএনপি ভোট বর্জন করেছে, প্রতিহত করেনি। একইভাবে রাজপথের কর্মসূচিতেই সরকারের বিদায় ঘটবে বলে জানান নেতারা।

সমাবেশ শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় কালো পতাকা মিছিল। নেতৃত্ব দেন দলের সিনিয়র নেতারা। মিছিলটি বিজয়নগর নাইটিঙ্গেল মোড় ঘুরে ফকিরাপুল হয়ে আবারও কার্যালয়ের সামনে এসে শেষ হয়।