জামিন পেলেন ড. ইউনূসসহ ৪ জন
- আপডেট সময় : ০৪:৩৭:১১ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪
- / ৪২১ বার পড়া হয়েছে
শ্রম আপিল ট্রাইব্যুনাল থেকেও জামিন পেয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ইউনূসসহ চার আসামি জামিনে থাকবেন। শ্রমিকরা নয়, সরকারের ইচ্ছেতে মামলা হয়েছে, অভিযোগ করেছেন এই নোবেলজয়ী।
রোববার সকাল সাড়ে দশটায় শ্রম আপিল ট্রাইব্যুনালে আসেন মুহাম্মদ ইউনূস। সঙ্গে ছিলেন তার আইনজীবীসহ অন্যরা আসামিরা। শ্রম আপিলে তাকে দেয়া ৬ মাসের সাজার বিরুদ্ধে ২৫ টি যুক্তি তুলে ধরা খালাস চেয়ে আপিল করা হয়।
সকাল এগারোটায় শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক ইউনূসের করা আবেদনের ওপর শুনানি করে আপিল গ্রহণ করে আসামিদের জামিন দেন। একইসঙ্গে তেসরা মার্চের মধ্যে মামলার সব নথি জমা দিতে বলা হয়েছে।
এসব মামলায় বিচলিত নন জানিয়ে ইউনূস বলেন, শ্রমিকরা নয়, সরকারের নির্দেশে মামলা হয়েছে।
সাজা বহাল রাখার পক্ষে জোড়ালো আইনি যুক্তি ও প্রমাণ তুলে ধরার কথা জানালেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। খুরশিদ আলম খান।
২০২১ সালের ৯ই সেপ্টেম্বর ইউনূসের বিরুদ্ধে গ্রামীণ টেলিকমের শ্রমিকদের ছুটির টাকা, কল্যাণ ফান্ডের লভ্যাংশের টাকা না দেয়ার অভিযোগে মামলা করে কল কারাখানা অধিদপ্তর। এই মামলায় পহেলা জানুয়ারি ঢাকা শ্রম আদালত তিন ইউনূসসহ চারজনকে ৬ মাসের কারাদণ্ড দেন।