ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনে যা থাকছে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৩০:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪
  • / ৪১০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামীকাল মঙ্গলবার শুরু হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এবারই ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক স্বতন্ত্র সংসদ সদস্যদের নিয়ে বসতে যাচ্ছে অধিবেশন।

এদিন বেলা ৩টায় স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পরই নতুন সংসদ সদস্যদের উদ্দেশ্যে প্রথমবারের মত ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। পরে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নেবেন সদস্যরা।

এর আগে, রাষ্ট্রপতি সংবিধানের ৭২(১) অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতাবলে ২০২৪ সালের প্রথম সংসদ অধিবেশন আহ্বান করেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে জানান, রাষ্ট্রপতির ভাষণ ইতোমধ্যে মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডসহ সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তাঁর বক্তব্যে প্রাধান্য পাবে।

সংসদ সচিবালয় সূত্র জানায়, ইতোমধ্যেই জাতীয় সংসদের প্রথম অধিবেশনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আসন বিন্যাসের কাজ চূড়ান্ত করা হয়েছে। এই অধিবেশনে বেশ কয়েকটি বিল উত্থাপন হওয়ার কথা রয়েছে বলে সংসদ সচিবালয় জানায়।

এদিন সংসদের কার্যপ্রণালী শুরুর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদীয় কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে অধিবেশনের কার্যকাল ও আলোচ্যসূচি ঠিক করা হবে।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২৩ আসনে নির্বাচিত হয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ। টানা চতুর্থ ও মোট পঞ্চমবারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি টানা আটবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে, এবারই প্রথমবার বিরোধী দল জাতীয় পার্টির থেকে স্বতন্ত্র এমপির সংখ্যা ছয় গুণ বেশি। যা এদেশের সংসদীয় ইতিহাসে প্রথম। স্বতন্ত্র ৬২ জনের মধ্যে ৫৯ জন আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত।

নিউজটি শেয়ার করুন

দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনে যা থাকছে

আপডেট সময় : ০৫:৩০:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪

আগামীকাল মঙ্গলবার শুরু হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এবারই ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক স্বতন্ত্র সংসদ সদস্যদের নিয়ে বসতে যাচ্ছে অধিবেশন।

এদিন বেলা ৩টায় স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পরই নতুন সংসদ সদস্যদের উদ্দেশ্যে প্রথমবারের মত ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। পরে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নেবেন সদস্যরা।

এর আগে, রাষ্ট্রপতি সংবিধানের ৭২(১) অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতাবলে ২০২৪ সালের প্রথম সংসদ অধিবেশন আহ্বান করেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে জানান, রাষ্ট্রপতির ভাষণ ইতোমধ্যে মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডসহ সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তাঁর বক্তব্যে প্রাধান্য পাবে।

সংসদ সচিবালয় সূত্র জানায়, ইতোমধ্যেই জাতীয় সংসদের প্রথম অধিবেশনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আসন বিন্যাসের কাজ চূড়ান্ত করা হয়েছে। এই অধিবেশনে বেশ কয়েকটি বিল উত্থাপন হওয়ার কথা রয়েছে বলে সংসদ সচিবালয় জানায়।

এদিন সংসদের কার্যপ্রণালী শুরুর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদীয় কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে অধিবেশনের কার্যকাল ও আলোচ্যসূচি ঠিক করা হবে।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২৩ আসনে নির্বাচিত হয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ। টানা চতুর্থ ও মোট পঞ্চমবারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি টানা আটবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে, এবারই প্রথমবার বিরোধী দল জাতীয় পার্টির থেকে স্বতন্ত্র এমপির সংখ্যা ছয় গুণ বেশি। যা এদেশের সংসদীয় ইতিহাসে প্রথম। স্বতন্ত্র ৬২ জনের মধ্যে ৫৯ জন আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত।