বাইডেনের অভিযোগ অস্বীকার ইরানের
- আপডেট সময় : ০৮:১৮:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪
- / ৪০৪ বার পড়া হয়েছে
জর্ডানে ড্রোন হামলা চালিয়ে মার্কিন তিন সৈন্যকে হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্র ইরানকে দায়ী করেছে। কিন্তু তেহেরান ওয়াশিংটনের এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার খবরে এ তথ্য জানানো হয়েছে। খবর আল জাজিরা
রোববার (২৮ জানুয়ারি) সিরিয়া সীমান্তে ড্রোন হামলার পেছনে ইরান সমর্থিত গ্রুপকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরুন। অন্যদিকে, সোমবার (২৯ জানুয়ারি) ইরনা ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানির বরাত দিয়ে জানিয়েছে, আমরা আগেও বলেছি, মধ্যপ্রাচ্যের সশস্ত্র গোষ্ঠীরা ফিলিস্তিনিদের সমর্থনে ইহুদিদের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে। এ ক্ষেত্রে তারা ইরানের নির্দেশনাকে অনুসরণ করে না। এসব গোষ্ঠীগুলো তাদের নিজ দেশের এজেন্ডা বাস্তবায়ন করে।
এদিকে, জাতিসংঘে ইরানের শান্তিরক্ষা মিশন জানিয়েছে, ডর্জানে ড্রোন হামলা ইরান জড়িত নয়, মূলত মধ্যপ্রাচ্যের আঞ্চলিক গোষ্ঠীগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের যে বৈরিতা শুরু হয়েছে তার প্রতিশোধ নিয়েছে কোনো গোষ্ঠী।
প্রসঙ্গত, গতকাল জর্ডানে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে। এতে তিনজন মার্কিন সেনা নিহত হওয়া ছাড়াও কমপক্ষে ২৪ জন আহত হয়।