বিক্ষোভ সমাবেশের ঘোষণা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৪:৪৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪
- / ৪১০ বার পড়া হয়েছে
সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা ও বাজার নৈরাজ্যের প্রতিবাদে আগামী ৫ই ফেব্রুয়ারি ঢাকাসহ জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ করবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।
আজ (২৯ শে জানুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচী ঘোষণা করেন পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইক। তিনি বলেন, নির্বাচন মানুষ প্রত্যাখান করেছে। সরকারের প্রতি ভারত, চীন, রাশিয়ার সমর্থন ভুরাজনৈতিক স্বার্থের নোংরা প্রকাশ।
তিনি বলেন, ‘বিরোধী দল, সংবিধান, নির্বাচন সব কিছুকে ধ্বংস করে আওয়ামী লীগ রাষ্ট্রকে ঝুঁকির মধ্যে ফেলেছে। এই অত্যাচার ও রাষ্ট্র ধ্বংসের কর্মকান্ড জনগণ মেনে নেবে না।’ কঠোর গণআন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ারি দেন সাইফুল হক।