দক্ষিণ ও মধ্য গাজায় ইসরাইলের ব্যাপক বোমাবর্ষণ
- আপডেট সময় : ০৮:৩০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪
- / ৪১৫ বার পড়া হয়েছে
ফিলিস্তিনের গাজাজুড়ে চলছে ইসরাইলের হত্যাযজ্ঞ। দক্ষিণ ও মধ্য গাজায় ইসরাইলের ব্যাপক বোমাবর্ষণ চলছে। বিধ্বস্ত হয়েছে বাড়ি ও মসজিদ। হামলায় বহু হতাহতের খবর পাওয়া গেছে।
মধ্য রাফাহ শহরের আল-জেনিনা এলাকার একটি বাড়িতে বোমা হামলা হয়েছে। নুসিরাত শিবিরে কামানের গোলাবর্ষণ অব্যাহত রয়েছে।
দক্ষিণের খান ইউনিস শরণার্থী শিবিরের আল-ফারুক মসজিদে বোমা বিস্ফোরণ ও ব্যাপক গোলাগুলি চলছে। বাতন আল-সামিন এলাকা এবং আল-আমাল এলাকায় সংঘর্ষ ও বোমা হামলা হয়েছে। খান ইউনিসের আল-আমাল হাসপাতাল অবরুদ্ধ করে চলছে ইসরাইলের বোমাবর্ষণ। প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি-পিআরসিএস জানিয়েছে, আল-আমাল হাসপাতাল থেকে একজন মহিলাকে সরিয়ে নেয়ার চেষ্টা করার সময় তিন জন নিহত ও চার জন আহত হয়েছে।
উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে আল-আওদা হাসপাতাল প্রাঙ্গণে ইসরাইলি বিমান হামলায় অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছে। বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তর গাজা শহরের আল-সাবরা এলাকার একটি বাড়িতে ইসরাইলি বিমান হামলায় অন্তত ২০ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু। আরও একটি বাড়িতে ইসরাইলের গোলাগুলিতে কমপক্ষে ২৫ জন বেসামরিক নিহত হয়েছে।
অধিকৃত পশ্চিম তীরেও চলছে ইসরাইলের ব্যাপক অভিযান। নুর শামস ও তুলকারেম শরণার্থী শিবিরের পানি ও বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত ২৪ ঘন্টায় ইসরাইলের হামলায় গাজাজুড়ে ২১৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে গাজায় মোট নিহতের সংখ্যা ২৬ হাজার ৬’শ ছাড়ালো।