দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলসহ নানা দাবিতে রাজধানী ঢাকাসহ সারাদেশে কালো পতাকা মিছিল কর্মসূচি পালন করছে বিএনপি জোট।
আজ(৩০ শে জানুয়ারি) রাজধানী ঢাকায় সাত স্থানে একযোগে এই কালো পতাকা মিছিল করবে মহানগর উত্তর ও দক্ষিণ শাখা বিএনপি। দেশের সব মহানগর, জেলা, উপজেলা, থানা ও পৌরসভাতেও কালো পতাকা মিছিল করছে বিএনপি। একই কর্মসূচি করছে যুগপৎ আন্দোলনের সঙ্গে যুক্ত সমমনা রাজনৈতিক জোট ও দলগুলো।
মিছিল শুরুর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সরকারের বিরুদ্ধে তাদের কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসময় তিনি বলেন, ডামি নির্বাচন করে ক্ষমতা ধরে রেখেছে সরকার। দেশে বিদেশে এই নির্বাচন প্রত্যাখ্যাত হয়েছে।
সংসদ বাতিল করে জনগণের ভোটাধিকার আদায়ের আন্দোলনে বিএনপি সংকল্পবদ্ধ বলে জানান তিনি।