ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

নির্বাচনের প্রস্তাব ফিরিয়ে দেয়ায় ফখরুলের জামিন দেয়া হচ্ছে না: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৪১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪
  • / ৪০৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচনে অংশ নেয়ার প্রস্তাব ফিরিয়ে দেয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন, দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মঙ্গলবার (৩০ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ পেশাজীবী পরিষদ আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় শাহজাহান ওমরের জামিন হলেও মির্জা ফখরুলের জামিন হয় না। বিএনপির নেতৃত্বে সংকট নেই দাবি করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপির আন্দোলন চলছে। হরতাল নয়, বিএনপি শান্তি চায়। শান্তিপূর্ণ আন্দোলনে সরকারের বিদায় করা হবে।

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ। তাই সংসদের শুরুর দিনে সারাদেশে ‘কালো পতাকা’ মিছিল করার কর্মসূচি রয়েছে বিএনপির। এ প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সারা দেশের জনগণের তিরস্কারের মধ্য দিয়ে শুরু হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদের অধিবেশন। এ সংসদের কারোর লজ্জা নেই।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ৭ জানুয়ারি নির্বাচন হয়নি, নির্বাচনের নামে নাটক মঞ্চস্থ করা হয়েছে। নির্বাচনের কারচুপি হলেও নানাভাবে মিথ্যাচার করেছে সরকার ও নির্বাচন কমিশন। আওয়ামী লীগ জনগণের সরকার নয়, তারা ভারত চীন আর রাশিয়ার সরকার।

বাংলাদেশের কোষাগার কেন শূন্য– এমন প্রশ্ন রেখে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, লুটপাট করে দেশে বিনিয়োগ না করে বিদেশে অর্থ পাঠায়। কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই।

গয়েশ্বর চন্দ্র বলেন, পুলিশ দিয়ে সরকার বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না। অস্ত্র হাতে লড়তে জানি, বাধা আসলে বাধা অতিক্রমও করতে জানে বিএনপি। বর্তমান সরকার চীন-রাশিয়া ভারতের সরকার।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ফখরুলকে আসনের লোভ দেখিয়ে কাজ না হওয়ায় তার জামিন হচ্ছে না। তবে বিএনপিতে নেতা বা নেতৃত্বের সংকট নেই। তারেক রহমানই বিএনপির নেতৃত্বে আছেন’ বলেন জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

নির্বাচনের প্রস্তাব ফিরিয়ে দেয়ায় ফখরুলের জামিন দেয়া হচ্ছে না: গয়েশ্বর

আপডেট সময় : ০৮:৪১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪

নির্বাচনে অংশ নেয়ার প্রস্তাব ফিরিয়ে দেয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন, দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মঙ্গলবার (৩০ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ পেশাজীবী পরিষদ আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় শাহজাহান ওমরের জামিন হলেও মির্জা ফখরুলের জামিন হয় না। বিএনপির নেতৃত্বে সংকট নেই দাবি করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপির আন্দোলন চলছে। হরতাল নয়, বিএনপি শান্তি চায়। শান্তিপূর্ণ আন্দোলনে সরকারের বিদায় করা হবে।

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ। তাই সংসদের শুরুর দিনে সারাদেশে ‘কালো পতাকা’ মিছিল করার কর্মসূচি রয়েছে বিএনপির। এ প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সারা দেশের জনগণের তিরস্কারের মধ্য দিয়ে শুরু হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদের অধিবেশন। এ সংসদের কারোর লজ্জা নেই।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ৭ জানুয়ারি নির্বাচন হয়নি, নির্বাচনের নামে নাটক মঞ্চস্থ করা হয়েছে। নির্বাচনের কারচুপি হলেও নানাভাবে মিথ্যাচার করেছে সরকার ও নির্বাচন কমিশন। আওয়ামী লীগ জনগণের সরকার নয়, তারা ভারত চীন আর রাশিয়ার সরকার।

বাংলাদেশের কোষাগার কেন শূন্য– এমন প্রশ্ন রেখে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, লুটপাট করে দেশে বিনিয়োগ না করে বিদেশে অর্থ পাঠায়। কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই।

গয়েশ্বর চন্দ্র বলেন, পুলিশ দিয়ে সরকার বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না। অস্ত্র হাতে লড়তে জানি, বাধা আসলে বাধা অতিক্রমও করতে জানে বিএনপি। বর্তমান সরকার চীন-রাশিয়া ভারতের সরকার।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ফখরুলকে আসনের লোভ দেখিয়ে কাজ না হওয়ায় তার জামিন হচ্ছে না। তবে বিএনপিতে নেতা বা নেতৃত্বের সংকট নেই। তারেক রহমানই বিএনপির নেতৃত্বে আছেন’ বলেন জানান তিনি।