দায়িত্ব নিলেন মালয়েশিয়ার নতুন রাজা
- আপডেট সময় : ০৫:৩১:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪
- / ৪২১ বার পড়া হয়েছে
মালয়েশিয়ার নতুন রাজা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ধনকুবের সুলতান ইব্রাহিম। বুধবার ১৭তম রাজা হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। দেশটির জোহর রাজ্যের সুলতান ছিলেন নতুন এই রাজা।
৬৫ বছর বয়সী সুলতান ইব্রাহিম ইস্কান্দার রাজপ্রাসাদ কার্যালয়ে একটি অনুষ্ঠানে শপথ গ্রহণ করেছেন। পরে অফিসের ঘোষণাপত্রে স্বাক্ষরও করেছেন তিনি। এসময় অন্যান্য রাজ্যের রাজা, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং মন্ত্রিপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে নতুন রাজার জন্য একটি রাজ্যাভিষেক অনুষ্ঠানের আয়োজন করার কথা রয়েছে।
আল-সুলতান আব্দুল্লাহ সুলতান আহমদ শাহ এর স্থলে নতুন রাজা হলেন সুলতান ইব্রাহিম। ২০১৯ থেকে ২০২৪ পর্যন্ত পাঁচ বছর রাজা হিসেবে দায়িত্বপালনের পর নিজ রাজ্য পাহাংয়ের প্রধান হিসেবে ফিরেছেন তিনি।
রাজতন্ত্রকে মূলত রাজনীতির ঊর্ধ্বের বিষয় হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু নতুন রাজা সুলতান ইব্রাহিম তার স্পষ্টবাদিতা ও অনন্য ব্যক্তিত্বের জন্য সুপরিচিত। তিনি প্রায়ই দেশের রাজনৈতিক ইস্যু নিয়ে কথা বলেন।
১৯৫৭ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে মালয়েশিয়া। এরপর থেকে জাতিগত মালয় রাজ্যের নয়জন শাসক পাঁচ বছরের জন্য রাজা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এ ধরনের শাসন ব্যবস্থা বিশ্বে একমাত্র দেশ হিসেবে মালয়েশিয়াতেই রয়েছে। মালয়েশিয়াতে মোট ১৩টি রাজ্যের মধ্যে রাজকীয় পরিবার রয়েছে নয়টি।