০৮:২৩ পূর্বাহ্ন, রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

নেপালকে ৫ উইকেটে হারিয়ে দাপুটে জয় বাংলাদেশের

  • অনলাইন ডেস্ক
  • আপডেট : ০৫:৫৫:৩১ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪
  • ৬৫ দেখেছেন

অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে সুপার সিক্সে নেপালকে পাঁচ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার ব্লোমফন্টেইনে টস জিতে আগে ব্যাট করে ১৬৯ রান করেছে হিমালয় কন্যা নেপাল। জবাবে পাঁচ উইকেট হারিয়ে, জয় তুলে নেয় জুনিয়র টাইগাররা।

সুপার সিক্স গ্রুপ ওয়ানে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল ও পাকিস্তান। প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে বোলিংয়ে জ্বলে ওঠেন টাইগার যুবারা। রোহানাত দৌলা বর্ষণ, ইকবাল হোসেন ইমন, মুরাদ মৃধা, শেখ পারভেজ জীবন আর জীসান আলমদের বোলিংয়ে শুরুটা ভালো হয়নি নেপালের। মারুফের বোলিংয়ে দলীয় ১৮ রানে প্রথম উইকেট হারায় তারা। দুই রান করে আউট হন বিপিন রাওয়াল। ইকবালের বোলিংয়ে আকাশ ত্রিপাঠি ৩ আর ওপেনার অর্জুন কুমালকে ১৪ রানে আউট করেন বর্ষণ। এতে ২৯ রানে তৃতীয় উইকেট হারিয়ে চাপে পড়ে নেপাল। তবে অধিনায়ক দেব খানালের ৩৫ আর বিশাল বিক্রমের ৪৮ রানে; ঘুঁরে দাঁড়ানোর চেষ্টা করে তারা। কিন্তু এই দু’জনের বিদায়ের পর নেপালকে আর বড় স্কোর গড়তে দেয়নি জুনিয়র টাইগাররা।

রোহানত দৌলা বর্ষণ ১৯ রানে চারটি এবং জীবন ৩৪ রানে তিন উইকেট নিয়ে; নেপালের ইনিংস ১৬৯ রানে বেধে ফেলেন। জবাব দিতে নেমে ওপেনিং জুটিতে জিসান আলম ও আশিকুর শিবলী ৬৭ রান তুলে ভালো সূচনা এনে দেন জুনিয়র টাইগারদের। শিবলী ১৬ ও রেজওয়ান ১৫ করে ফিরে গেলেও, জিসানের ৫৫ আর আরিফুল ইসলামের অপরাজিত ৫৯ রানে; ১৪৮ বল হাতে রেখে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

নেপালকে ৫ উইকেটে হারিয়ে দাপুটে জয় বাংলাদেশের

আপডেট : ০৫:৫৫:৩১ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪

অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে সুপার সিক্সে নেপালকে পাঁচ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার ব্লোমফন্টেইনে টস জিতে আগে ব্যাট করে ১৬৯ রান করেছে হিমালয় কন্যা নেপাল। জবাবে পাঁচ উইকেট হারিয়ে, জয় তুলে নেয় জুনিয়র টাইগাররা।

সুপার সিক্স গ্রুপ ওয়ানে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল ও পাকিস্তান। প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে বোলিংয়ে জ্বলে ওঠেন টাইগার যুবারা। রোহানাত দৌলা বর্ষণ, ইকবাল হোসেন ইমন, মুরাদ মৃধা, শেখ পারভেজ জীবন আর জীসান আলমদের বোলিংয়ে শুরুটা ভালো হয়নি নেপালের। মারুফের বোলিংয়ে দলীয় ১৮ রানে প্রথম উইকেট হারায় তারা। দুই রান করে আউট হন বিপিন রাওয়াল। ইকবালের বোলিংয়ে আকাশ ত্রিপাঠি ৩ আর ওপেনার অর্জুন কুমালকে ১৪ রানে আউট করেন বর্ষণ। এতে ২৯ রানে তৃতীয় উইকেট হারিয়ে চাপে পড়ে নেপাল। তবে অধিনায়ক দেব খানালের ৩৫ আর বিশাল বিক্রমের ৪৮ রানে; ঘুঁরে দাঁড়ানোর চেষ্টা করে তারা। কিন্তু এই দু’জনের বিদায়ের পর নেপালকে আর বড় স্কোর গড়তে দেয়নি জুনিয়র টাইগাররা।

রোহানত দৌলা বর্ষণ ১৯ রানে চারটি এবং জীবন ৩৪ রানে তিন উইকেট নিয়ে; নেপালের ইনিংস ১৬৯ রানে বেধে ফেলেন। জবাব দিতে নেমে ওপেনিং জুটিতে জিসান আলম ও আশিকুর শিবলী ৬৭ রান তুলে ভালো সূচনা এনে দেন জুনিয়র টাইগারদের। শিবলী ১৬ ও রেজওয়ান ১৫ করে ফিরে গেলেও, জিসানের ৫৫ আর আরিফুল ইসলামের অপরাজিত ৫৯ রানে; ১৪৮ বল হাতে রেখে জয় নিশ্চিত করে বাংলাদেশ।