নির্বাচন বানচালে বিএনপির সব অপকৌশল ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তারা এখন ফ্রি স্টাইলে কালো পতাকা মিছিল করছে। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব বলেন ওবায়দুল কাদের। বিএনপি জোট রাজপথে বিশৃঙ্খলা করলে মোকাবেলা করার ঘোষণাও দেন তিনি।
আজ বুধবার (৩০ জানুয়ারি) সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বিএনপির সাম্প্রতিক কর্মসূচির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, পুলিশের অনুমতি ছাড়া বিএনপির কালো পতাকা মিছিল করাটা অবৈধ। তারা ফ্রি স্টাইলে কর্মসূচি দিলে আওয়ামী লীগ চুপচাপ বসে থাকবে না।
ওবায়দুল কাদের বলেন, সংসদের প্রথম অধিবেশনে আমেরিকার রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। আগামীতে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ইচ্ছেও ব্যক্ত করেছেন তিনি।
সংসদের প্রথম অধিবেশনে নব নির্বাচিত স্পিকারকে ধন্যবাদ দিতে গিয়ে সংসদে বিরোধী দলীয় নেতা জিএম কাদের যে বক্তব্য দিয়েছেন তার সমালোচনা করেন ওবায়দুল কাদের।
দলের পরীক্ষিতদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেয়া হবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।