দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে পুনর্র্নিবাচিত হওয়ার পর শিরীন শারমিন চৌধুরী জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন।
বুধবার (৩১শে জানুয়ারি) ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান স্পিকার।
এসময় তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে স্পিকার সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন।
পরে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং হুইপ ইকবালুর রহিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সাইমুম সরওয়ার কমল ও নজরুল ইসলাম বাবু বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এর আগে, বুধবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান স্পিকার শিরীন শারমিন চৌধুরী।