ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
ব্রেকিং নিউজ ::
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে কালিকাপুর রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন– আছমত আলীর ছেলে রফিজ, আব্দুল মালেকের স্ত্রী লুৎফা, তৈয়ব আলীর ছেলে সাজু, আলী আশরাফের স্ত্রী সফরজান ও মনিরের স্ত্রী শানু। তাঁরা সবাই বুড়িচং উপজেলার বাকশীমূল গ্রামের বাসিন্দা ছিলেন।

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৩৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৪১৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

জাতির পিতার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর স্পিকার সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে স্বাধীনতার মহান স্থপতি, বাংলাদেশের স্বপ্নদ্রষ্টার প্রতি শ্রদ্ধা জানান।

পরে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন ডেপুটি স্পিকার শামসুল হক (টুকু)। এরপর সংসদ উপনেতা মতিয়া রহমান চৌধুরী শ্রদ্ধা নিবেদন করেন। পরে চিফ হুইপ নূর ই আলম চৌধুরী এমপি’র নেতৃত্বে ইকবালুর রহিম, আবু সাঈদু আল মাহমুদ, মো. নজরুল ইসলাম, সাইমুম সরওয়ার, মাশরাফি বিন মুর্তজা বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধা জানান।

এসময় বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েলসহ জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও জেলা আওয়ামীলীগ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে, মাদারীপুরের শিবচরে যান স্পিকার। সেখানে সাংবাদিকদের তিনি বলেন, সরকারি, বিরোধী এবং স্বতন্ত্র সংসদ সদস্যদের নিয়ে কার্যকর দ্বাদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হয়েছে।

স্পিকার বলেন, সংসদ অধিবেশনের প্রথম দিনে ভাষণ দিয়েছেন রাষ্ট্রপতি। সংসদ সদস্যরা রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনাকে প্রাণবন্ত করে তুলবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা

আপডেট সময় : ০৪:৩৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

জাতির পিতার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর স্পিকার সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে স্বাধীনতার মহান স্থপতি, বাংলাদেশের স্বপ্নদ্রষ্টার প্রতি শ্রদ্ধা জানান।

পরে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন ডেপুটি স্পিকার শামসুল হক (টুকু)। এরপর সংসদ উপনেতা মতিয়া রহমান চৌধুরী শ্রদ্ধা নিবেদন করেন। পরে চিফ হুইপ নূর ই আলম চৌধুরী এমপি’র নেতৃত্বে ইকবালুর রহিম, আবু সাঈদু আল মাহমুদ, মো. নজরুল ইসলাম, সাইমুম সরওয়ার, মাশরাফি বিন মুর্তজা বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধা জানান।

এসময় বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েলসহ জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও জেলা আওয়ামীলীগ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে, মাদারীপুরের শিবচরে যান স্পিকার। সেখানে সাংবাদিকদের তিনি বলেন, সরকারি, বিরোধী এবং স্বতন্ত্র সংসদ সদস্যদের নিয়ে কার্যকর দ্বাদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হয়েছে।

স্পিকার বলেন, সংসদ অধিবেশনের প্রথম দিনে ভাষণ দিয়েছেন রাষ্ট্রপতি। সংসদ সদস্যরা রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনাকে প্রাণবন্ত করে তুলবে বলে আশা প্রকাশ করেন তিনি।