ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

পাঁচ রেকর্ডের সামনে দাঁড়িয়ে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৪০৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রথম টেস্টে পরাজয়ের পর সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া স্বাগতিক ভারত। শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিশাখাপত্তনমে মাঠে নামবে এই দুই দল। ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সের মধ্য দিয়ে দ্বিতীয় টেস্টে হতে পারে পাঁচটি রেকর্ড।

১. রবিচন্দ্রন অশ্বিনের রেকর্ড : ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় হিসেবে সবচেয়ে বেশি উইকেটের মালিক হওয়ার দ্বারপ্রান্তে অশ্বিন। ২০টি টেস্টে তার এখন পর্যন্ত ৯৩টি উইকেট রয়েছে। আর ৩টি উইকেট পেলেই ভেঙে দেবেন ভাগবত চন্দ্রশেখরের নজির।

২. ৫০০ উইকেট : টেস্টে ৫০০ উইকেটের মাইলফলকের সামনে দাঁড়িয়ে অশ্বিন। ৯৬ টেস্টে ৪৯৬ উইকেট শিকার করা এই ক্রিকেটার আর ৪ উইকেট পেলে অনিল কুম্বলের পর দ্বিতীয় ভারতীয় বোলার হিসাবে টেস্টে ৫০০ উইকেট পাবেন তিনি।

৩. টেস্ট চ্যাম্পিয়নশিপে শত উইকেট : দ্বিতীয় ভারতীয় বোলার হিসাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০০টি উইকেট হতে পারে যশপ্রীত বুমরার। এখন তার ৯৭টি উইকেট রয়েছে। এই কৃতিত্ব কেবল অশ্বিনের রয়েছে।

৪. টেস্ট চ্যাম্পিয়নশিপের সর্বোচ্চ রান : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয় হিসাবে সবচেয়ে বেশি রানের অধিকারী হতে পারেন রোহিত শর্মা। ২৮টি ম্যাচে ২২১৫ রান করেছেন তিনি। আর ২১ রান করলেই টপকে যাবেন বিরাট কোহলিকে (২২৩৫)।

৫. সবচেয়ে বেশি শতক হাঁকানো : ভারতের হয়ে সবচেয়ে বেশি শতরানের তালিকায় তিন নম্বরে চলে আসতে পারেন রোহিত। সব ফরম্যাট মিলিয়ে এই মুহূর্তে সবচেয়ে বেশি শতক রয়েছে শচীনের। এরপরই তালিকার দুইয়ে রয়েছেন কোহলি। রোহিত যদি দ্বিতীয় টেস্টের দু’টি ইনিংসেই শতরান করতে পারেন তা হলে রাহুল দ্রাবিড়কে ছুঁতে পারবেন (৪৮)।

নিউজটি শেয়ার করুন

পাঁচ রেকর্ডের সামনে দাঁড়িয়ে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট

আপডেট সময় : ০৫:৩১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪

প্রথম টেস্টে পরাজয়ের পর সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া স্বাগতিক ভারত। শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিশাখাপত্তনমে মাঠে নামবে এই দুই দল। ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সের মধ্য দিয়ে দ্বিতীয় টেস্টে হতে পারে পাঁচটি রেকর্ড।

১. রবিচন্দ্রন অশ্বিনের রেকর্ড : ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় হিসেবে সবচেয়ে বেশি উইকেটের মালিক হওয়ার দ্বারপ্রান্তে অশ্বিন। ২০টি টেস্টে তার এখন পর্যন্ত ৯৩টি উইকেট রয়েছে। আর ৩টি উইকেট পেলেই ভেঙে দেবেন ভাগবত চন্দ্রশেখরের নজির।

২. ৫০০ উইকেট : টেস্টে ৫০০ উইকেটের মাইলফলকের সামনে দাঁড়িয়ে অশ্বিন। ৯৬ টেস্টে ৪৯৬ উইকেট শিকার করা এই ক্রিকেটার আর ৪ উইকেট পেলে অনিল কুম্বলের পর দ্বিতীয় ভারতীয় বোলার হিসাবে টেস্টে ৫০০ উইকেট পাবেন তিনি।

৩. টেস্ট চ্যাম্পিয়নশিপে শত উইকেট : দ্বিতীয় ভারতীয় বোলার হিসাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০০টি উইকেট হতে পারে যশপ্রীত বুমরার। এখন তার ৯৭টি উইকেট রয়েছে। এই কৃতিত্ব কেবল অশ্বিনের রয়েছে।

৪. টেস্ট চ্যাম্পিয়নশিপের সর্বোচ্চ রান : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয় হিসাবে সবচেয়ে বেশি রানের অধিকারী হতে পারেন রোহিত শর্মা। ২৮টি ম্যাচে ২২১৫ রান করেছেন তিনি। আর ২১ রান করলেই টপকে যাবেন বিরাট কোহলিকে (২২৩৫)।

৫. সবচেয়ে বেশি শতক হাঁকানো : ভারতের হয়ে সবচেয়ে বেশি শতরানের তালিকায় তিন নম্বরে চলে আসতে পারেন রোহিত। সব ফরম্যাট মিলিয়ে এই মুহূর্তে সবচেয়ে বেশি শতক রয়েছে শচীনের। এরপরই তালিকার দুইয়ে রয়েছেন কোহলি। রোহিত যদি দ্বিতীয় টেস্টের দু’টি ইনিংসেই শতরান করতে পারেন তা হলে রাহুল দ্রাবিড়কে ছুঁতে পারবেন (৪৮)।