ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

শীর্ষস্থান আরও শক্ত করলো লিভারপুল

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৭:১৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৪০৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চেলসির জালে গোল উৎসবে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষস্থান আরও শক্ত করেছে লিভারপুল। বুধবার (৩১ জানুয়ারি) ঘরের মাঠে লিগ লিডারদের জয় ৪-১ ব্যবধানে। লিভারপুলের কোচ হিসেবে ইয়োর্গেন ক্লপও দুশোতম লিগ ম্যাচ জয়ের স্বাদ নেন।

অ্যানফিল্ডে ম্যাচের শুরুতে চেলসিকে চেপে ধরে ২৩ মিনিটে গোল তুলে নেয় লিভারপুল। বক্সের সামনে কনর ব্র্যাডলির পাস ধরে দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে এগিয়ে বল জালে জড়ান দিয়োগো জটা। ৩৯ মিনিটে ব্র্যাডলির গোলে প্রথমার্ধে ২-০ লিড পায় লিগ লিডাররা। ৬৫ মিনিটে দলের দমিনিক সোবোসলাই স্কোরলাইন ৩-০ করলে পাঁচ মিনিট পর চেলসির ক্রিস্কোফা এনকুনকু ব্যবধান কমান।

৭৯ মিনিটে স্বাগতিকরা লুইস দিয়াসের গোলে ফের ব্যবধান বাড়িয়ে বড়ো জয়ের স্বাদ নেয়। লিগে দুই দলের সবশেষ পাঁচ সাক্ষাত ড্র’য়ে শেষ হয়েছিলো। ২২ খেলায় ৫১ পয়েন্ট নিয়ে ম্যানসিটি ও আর্সেনালকে সমান পাঁচ পয়েন্ট দূরে রেখে শীর্ষে লিভারপুল। কোচ ইয়োর্গেন ক্লপও দলটির ৩১৮ লিগ ম্যাচে দুশো’ জয়ের মাইলফলক স্পর্শ করে সিটি কোচ পেপ গার্দিওলার কীর্তিতে ভাগ বসালেন। শিরোপা ধরে রাখার মিশনে সিটি এদিন ঘরের মাঠে আলভারেসের জোড়া গোলে বার্নলিকে ৩-১’এ হারায়। দ্বিতীয়ার্ধে রদ্রি স্কোরলাইন ৩-০ করার পর যোগ করা সময়ে বার্নলি হারের ব্যবধান কমায়।

নিউজটি শেয়ার করুন

শীর্ষস্থান আরও শক্ত করলো লিভারপুল

আপডেট সময় : ০৭:১৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪

চেলসির জালে গোল উৎসবে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষস্থান আরও শক্ত করেছে লিভারপুল। বুধবার (৩১ জানুয়ারি) ঘরের মাঠে লিগ লিডারদের জয় ৪-১ ব্যবধানে। লিভারপুলের কোচ হিসেবে ইয়োর্গেন ক্লপও দুশোতম লিগ ম্যাচ জয়ের স্বাদ নেন।

অ্যানফিল্ডে ম্যাচের শুরুতে চেলসিকে চেপে ধরে ২৩ মিনিটে গোল তুলে নেয় লিভারপুল। বক্সের সামনে কনর ব্র্যাডলির পাস ধরে দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে এগিয়ে বল জালে জড়ান দিয়োগো জটা। ৩৯ মিনিটে ব্র্যাডলির গোলে প্রথমার্ধে ২-০ লিড পায় লিগ লিডাররা। ৬৫ মিনিটে দলের দমিনিক সোবোসলাই স্কোরলাইন ৩-০ করলে পাঁচ মিনিট পর চেলসির ক্রিস্কোফা এনকুনকু ব্যবধান কমান।

৭৯ মিনিটে স্বাগতিকরা লুইস দিয়াসের গোলে ফের ব্যবধান বাড়িয়ে বড়ো জয়ের স্বাদ নেয়। লিগে দুই দলের সবশেষ পাঁচ সাক্ষাত ড্র’য়ে শেষ হয়েছিলো। ২২ খেলায় ৫১ পয়েন্ট নিয়ে ম্যানসিটি ও আর্সেনালকে সমান পাঁচ পয়েন্ট দূরে রেখে শীর্ষে লিভারপুল। কোচ ইয়োর্গেন ক্লপও দলটির ৩১৮ লিগ ম্যাচে দুশো’ জয়ের মাইলফলক স্পর্শ করে সিটি কোচ পেপ গার্দিওলার কীর্তিতে ভাগ বসালেন। শিরোপা ধরে রাখার মিশনে সিটি এদিন ঘরের মাঠে আলভারেসের জোড়া গোলে বার্নলিকে ৩-১’এ হারায়। দ্বিতীয়ার্ধে রদ্রি স্কোরলাইন ৩-০ করার পর যোগ করা সময়ে বার্নলি হারের ব্যবধান কমায়।