বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়ানোর আহবান রাষ্ট্রপতির
- আপডেট সময় : ০৪:৪২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪
- / ৪২৩ বার পড়া হয়েছে
বাংলাদেশে বিভিন্ন খাতে আরও বিনিয়োগ বাড়াতে সৌদি ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। আজ বৃহস্পতিবার (১লা ফেব্রুয়ারি) বঙ্গভবনে সৌদি আরবের সূরা কাউন্সিলের স্পিকার আব্দুল্লাহ মো. ইব্রাহিম আল শেখ এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাতে গেলে রাষ্ট্রপতি এ আহবান জানান।
বৈঠকে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক চমৎকার। দু’দেশের মধ্যকার ধর্মীয়, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক বন্ধনও সুদৃঢ়।
সৌদি আরবকে বাংলাদেশের বড় উন্নয়ন অংশীদার হিসেবে অভিহিত করে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেন, বাংলাদেশে সৌদি বিনিয়োগ ও দ্বিপাক্ষিক বাণিজ্য ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। রাষ্ট্রপতি আশা করেন, ভবিষ্যতে এর পরিমাণ আরও বাড়বে।
তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবির প্রতি জোর সমর্থন এবং গাজায় ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানায়।
এসময় সৌদি আরবের স‚রা কাউন্সিলের স্পিকার জানান, সৌদি সরকার ও জনগণ বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নকে খুবই গুরুত্ব দেয়।
সৌদি প্রতিনিধিদল বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করে বলেন, এদেশের উন্নয়নে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে।