Dhaka ০২:২১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

এশিয়ান কাপ ফুটবলের সেমিফাইনালে দক্ষিণ কোরিয়া

অস্ট্রেলিয়ার স্বপ্ন গুঁড়িয়ে রেকর্ড ১১ বার এশিয়ান কাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে দক্ষিণ কোরিয়া। গতকাল কাতারের আল ওয়াকরাহে পিছিয়ে পড়ে ২-১ গোলে কোয়ার্টার ফাইনাল জেতে দু’বারের শিরোপাজয়ীরা।

১৯৫৬ সালে শুরু হওয়া এশিয়ান কাপের প্রথম দুই আসরে শিরোপা জয়ের পর আর চ্যাম্পিয়ন হতে পারেনি দক্ষিণ কোরিয়া। এর মধ্যে চারবার করে ফাইনাল ও সেমিফাইনালে স্বপ্ন চূর্ণ হওয়া কোরিয়ানরা সবশেষ ২০১৫ সালে অস্ট্রেলিয়ার কাছে শিরোপা হারায়।

এবারের কাতার আসরে শুক্রবার (২ ফেব্রুয়ারি) অজিদের বিপক্ষেই কোয়ার্টার ফাইনাল খেলতে নামে এশিয়ার ফুটবল পরাশক্তিরা। আল ওয়াকরাহের আল জানুব স্টেডিয়ামে শুরু থেকে জমে ওঠা ম্যাচের ৪২ মিনিটে অস্ট্রেলিয়া এগিয়ে যায়। গোলদাতা সৌদি ক্লাব আল ওয়েহদার উইঙ্গার ক্রেগ গুডউইন।

গোল শোধ দিতে মরিয়া কোরিয়ানরা দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে সফল হয়। পেনাল্টিতে লক্ষ্যভেদ করেন ইংলিশ ক্লাব উলভারহ্যাম্পটনের ফরোয়ার্ড হি চান। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচের ১৪ মিনিটে পার্থক্য গড়ে দেন কোরিয়ান ফরোয়ার্ড ফরোয়ার্ড সন হিয়াং মিন। ডি-বক্সের বাইরে বাঁ-দিকের কর্নার থেকে ফ্রি-কিকে লক্ষ্যভেদ করেন ইংলিশ ক্লাব টটনেহামের এই অধিনায়ক।

এশিয়ান কাপ ফুটবলের সেমিফাইনালে দক্ষিণ কোরিয়া

আপডেট : ০৪:২০:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪

অস্ট্রেলিয়ার স্বপ্ন গুঁড়িয়ে রেকর্ড ১১ বার এশিয়ান কাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে দক্ষিণ কোরিয়া। গতকাল কাতারের আল ওয়াকরাহে পিছিয়ে পড়ে ২-১ গোলে কোয়ার্টার ফাইনাল জেতে দু’বারের শিরোপাজয়ীরা।

১৯৫৬ সালে শুরু হওয়া এশিয়ান কাপের প্রথম দুই আসরে শিরোপা জয়ের পর আর চ্যাম্পিয়ন হতে পারেনি দক্ষিণ কোরিয়া। এর মধ্যে চারবার করে ফাইনাল ও সেমিফাইনালে স্বপ্ন চূর্ণ হওয়া কোরিয়ানরা সবশেষ ২০১৫ সালে অস্ট্রেলিয়ার কাছে শিরোপা হারায়।

এবারের কাতার আসরে শুক্রবার (২ ফেব্রুয়ারি) অজিদের বিপক্ষেই কোয়ার্টার ফাইনাল খেলতে নামে এশিয়ার ফুটবল পরাশক্তিরা। আল ওয়াকরাহের আল জানুব স্টেডিয়ামে শুরু থেকে জমে ওঠা ম্যাচের ৪২ মিনিটে অস্ট্রেলিয়া এগিয়ে যায়। গোলদাতা সৌদি ক্লাব আল ওয়েহদার উইঙ্গার ক্রেগ গুডউইন।

গোল শোধ দিতে মরিয়া কোরিয়ানরা দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে সফল হয়। পেনাল্টিতে লক্ষ্যভেদ করেন ইংলিশ ক্লাব উলভারহ্যাম্পটনের ফরোয়ার্ড হি চান। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচের ১৪ মিনিটে পার্থক্য গড়ে দেন কোরিয়ান ফরোয়ার্ড ফরোয়ার্ড সন হিয়াং মিন। ডি-বক্সের বাইরে বাঁ-দিকের কর্নার থেকে ফ্রি-কিকে লক্ষ্যভেদ করেন ইংলিশ ক্লাব টটনেহামের এই অধিনায়ক।