জলাশয়ে ভেসে উঠলো শত বছরের পুরোনো গির্জা
- আপডেট সময় : ০৩:৩৫:১২ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪
- / ৪২৮ বার পড়া হয়েছে
জলবায়ু পরিবর্তনের জেরে এখন অনাবৃষ্টি বা ক্ষরা একটি স্বাভাবিক বিষয়। আর এই ক্ষরার কারণেই মেক্সিকোতে ঘটল এক আশ্চর্্য ঘটনা। শুকিয়ে যাওয়া জলাশয় থেকে ভেসে উঠলো আস্ত একটি গির্জা।
মেক্সিকোর ওক্সায়াকা অঞ্চলের বেনিতো জুয়ারেজ বাঁধ সংলগ্ন শুকিয়ে যাওয়া একটি জলাশয় থেকে ভেসে উঠেছে শত বছরের পুরোনো এই গির্জা। শুধু এই এলাকাটিই নয়, গত কয়েক বছর ধরেই অনাবৃষ্টিতে ভুগছে মধ্য আমেরিকার দেশ মেক্সিকো। প্রাচীন সভ্যতার কেন্দ্রভূমি মেক্সিকোতে রয়েছে প্রায় ৫ হাজারেরও বেশি ক্যথোলিক গির্জা। দেশটির ৭৮ শতাংশ মানুষই ক্যাথোলিক খ্রিস্টান। পুরো দেশ জুড়েই ছড়িয়ে আছে পুরাতন অনেক গির্জা। ওয়াক্সাকা অঞ্চলের এই গির্জা ভেসে উঠায় অবাকই হয়েছেন স্থানীয় কৃষক ও জেলেরা। বিশাল আকৃতির এই গির্জার বয়স ১০০ বছরেরও বেশি বইলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় এক জেলে বলেন, “এখন আর এদিকে তেমন বৃষ্টি হয় না। আগে বৃষ্টি ভালো হত তাই ফসল ও অনেক হত। এখানকার বয়স্ক লোকেরা যখন যুবক ছিল তখন তারা প্রথমে প্রধান ফসল আর পরে দ্বিতীয় ফসল সংগ্রহ করতো। এখন আর তেমনটা দেখা যায় না।“
গত তিন দশকের গড় বিবেচনায় গেল বছর প্রত্যাশার চেয়েও ২৫ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে মেক্সিকোতে। আবহাওয়া বিশারদদের মতে, দেশটির তিন-চতূর্থাংশেরও বেশি এলাকা এখন ক্ষরার সম্মুখীন।