ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মালদ্বীপে ভারতীয় সেনার প্রবেশ, ব্যাখ্যা চাইল মুইজ্জু সরকার

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৪০৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মালদ্বীপের অর্থনৈতিক এলাকার ভেতরে দেশটির তিনটি মাছ ধরার নৌকায় করে ভারতীয় কিছু সেনার প্রবেশ নিয়ে এবার বিস্তারিত জানতে চেয়েছে মোহামেদ মুইজ্জুর সরকার। শনিবার এ ব্যাপারে দিল্লির কাছে জানতে চেয়েছে তারা। এ ঘটনার বিস্তারিত সব তথ্য সরবরাহ করতে দিল্লিকে বলা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, গত সপ্তাহে ভারতের সেনাবাহিনীর কিছু সদস্য তিনটি মাছ ধরার নৌকায় করে মালদ্বীপের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে (ইইজেড) প্রবেশ করে। কেন তারা প্রবেশ করেছেন— এ নিয়ে এবার ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা চাইল মালদ্বীপ।

ভারতীয় সেনা প্রত্যাহার ইস্যুতে ভারত ও মালদ্বীপের মধ্যে কয়েক মাস ধরেই বিরোধ চলছে। বিভিন্ন ইস্যুতে সেই বিরোধ নতুন শাখা মেলছে। এবার তাতে যুক্ত হলো ভারতীয় সেনা প্রবেশের ঘটনাটি। এ ব্যাপারে ভারতের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো জবাব দেওয়া হয়নি।

এ নিয়ে শুক্রবার প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, মালদ্বীপে প্রবেশ করা সশস্ত্র বাহিনীর সদস্যরা ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। তাঁরা মালদ্বীপের মাছ ধরার নৌকায় ছিলেন। এ সময় তাঁদের হাতে অস্ত্র ছিল।

গত বছরের অক্টোবরে ৫৪ শতাংশ ভোটে জিতে প্রেসিডেন্ট নির্বাচিত হন মোহামেদ মুইজ্জু। এরপরই তিনি জানিয়ে দেন, মালদ্বীপে অবস্থানকারী ৮৮ ভারতীয় সেনাকে দেশে ফিরে যেতে হবে। পরে তাঁর সরকার ১৫ মার্চ সময়সীমাও বেঁধে দেয়।

মুইজ্জুর অতিরিক্ত ভারতবিরোধী অবস্থান মালদ্বীপকে গুরুতর বিপদের মুখোমুখি দাঁড় করাতে পারে বলে মনে করছেন অনেকে।

নিউজটি শেয়ার করুন

মালদ্বীপে ভারতীয় সেনার প্রবেশ, ব্যাখ্যা চাইল মুইজ্জু সরকার

আপডেট সময় : ০৩:৩৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪

মালদ্বীপের অর্থনৈতিক এলাকার ভেতরে দেশটির তিনটি মাছ ধরার নৌকায় করে ভারতীয় কিছু সেনার প্রবেশ নিয়ে এবার বিস্তারিত জানতে চেয়েছে মোহামেদ মুইজ্জুর সরকার। শনিবার এ ব্যাপারে দিল্লির কাছে জানতে চেয়েছে তারা। এ ঘটনার বিস্তারিত সব তথ্য সরবরাহ করতে দিল্লিকে বলা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, গত সপ্তাহে ভারতের সেনাবাহিনীর কিছু সদস্য তিনটি মাছ ধরার নৌকায় করে মালদ্বীপের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে (ইইজেড) প্রবেশ করে। কেন তারা প্রবেশ করেছেন— এ নিয়ে এবার ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা চাইল মালদ্বীপ।

ভারতীয় সেনা প্রত্যাহার ইস্যুতে ভারত ও মালদ্বীপের মধ্যে কয়েক মাস ধরেই বিরোধ চলছে। বিভিন্ন ইস্যুতে সেই বিরোধ নতুন শাখা মেলছে। এবার তাতে যুক্ত হলো ভারতীয় সেনা প্রবেশের ঘটনাটি। এ ব্যাপারে ভারতের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো জবাব দেওয়া হয়নি।

এ নিয়ে শুক্রবার প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, মালদ্বীপে প্রবেশ করা সশস্ত্র বাহিনীর সদস্যরা ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। তাঁরা মালদ্বীপের মাছ ধরার নৌকায় ছিলেন। এ সময় তাঁদের হাতে অস্ত্র ছিল।

গত বছরের অক্টোবরে ৫৪ শতাংশ ভোটে জিতে প্রেসিডেন্ট নির্বাচিত হন মোহামেদ মুইজ্জু। এরপরই তিনি জানিয়ে দেন, মালদ্বীপে অবস্থানকারী ৮৮ ভারতীয় সেনাকে দেশে ফিরে যেতে হবে। পরে তাঁর সরকার ১৫ মার্চ সময়সীমাও বেঁধে দেয়।

মুইজ্জুর অতিরিক্ত ভারতবিরোধী অবস্থান মালদ্বীপকে গুরুতর বিপদের মুখোমুখি দাঁড় করাতে পারে বলে মনে করছেন অনেকে।