ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

পিএসজি ছেড়ে মাদ্রিদে এবার যাবেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৪৬:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৪৫৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত কয়েক মৌসুম ধরেই পিএসজি ছেড়ে রেয়াল মাদ্রিদে যেতে চান কিলিয়ান এমবাপ্পে। দল বদলের মৌসুম এলেই চলতে থাকে এ নাটক। শেষমেষ মাদ্রিদে আর যাওয়া হয় না। থেকে যান পুরোনো ক্লাব পারি সাঁ জার্মেইতে (পিএসজি)। ফের আসে আরেকটা দলবদলের মৌসুম। আবারও একই নাটকের মঞ্চায়ন।

গ্রীষ্মকালীন দলবদল শুরু হতে এখনো প্রায় পাঁচ মাস বাকি। তবে এরইমধ্যে শুরু হয়েছে এমবাপ্পে-মাদ্রিদ নাটকের পরের পর্ব। এ মৌসুম শেষেই প্যারিসের ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে এমবাপ্পের। ২৫ বছর বয়সী ফরাসি তারকা সিদ্ধান্ত নিয়েছেন, এবার আর পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করবেন না। যে করেই হোক, পরের মৌসুমেই স্প্যানিশ ক্লাবটির জার্সি গায়ে জড়াবেন তিনি।

ফরাসি সংবাদমাধ্যম লা পারিসিয়া জানাচ্ছে, ২০২৪-২০২৫ মৌসুমে মাদ্রিদে পাড়ি জমানোর সিদ্ধান্ত নিয়েছেন এমবাপ্পে। আগামী গ্রীষ্মেই পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে ২৫ বছর বয়সী ফরাসি তারকার। এরপরই তিনি মাদ্রিদের জার্সি গায়ে জড়াবেন। তবে এখনো আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পন্ন হয়নি।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এরই মধ্যে দুই পক্ষের মধ্যে আলোচনা অনেকদূর গড়িয়েছে। গত কয়েকদিন ধরে গুঞ্জন ছিল, প্যারিস ছেড়ে পরের মৌসুমে লিভারপুলে যোগ দিবেন এমবাপ্পে। কিন্তু এমন সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছে লা পারিসিয়া।

ফ্রান্সের সংবাদমাধ্যমটি এ দলবদল সম্পর্কে প্রতিবেদনে উল্লেখ করেছে, ‘ফ্রান্সের সবচেয়ে বড় তারকা আগামী মৌসুমে বিশ্বের সবচেয়ে ঐতিহ্যবাহী ক্লাবে যোগ দিচ্ছেন।’ যেহেতু পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করছেন না, তাই মৌসুম শেষে ফ্রি এজেন্ট হিসেবে মাদ্রিদে যোগ দিতে পারবেন এমবাপ্পে। এমনটি ঘটলে তা হবে স্প্যানিশ ফুটবলের জন্য স্মরণীয় ঘটনা।

এদিকে কয়েকদিন আগে পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি জানিয়েছেন, যেকোন মূল্যে এমবাপ্পেকে ধরে রাখতে চান তিনি। অন্যদিকে ফরাসি তারকা এবার সরাসরিই জানিয়ে দিলেন, মৌসুম শেষে স্বপ্নের ক্লাবে যেতে চান। দেখা যাক, নতুন কোন লোভনীয় শর্তে এমবাপ্পের মাদ্রিদে যাওয়া ঠেকাতে পারেন কি না খেলাইফি।

নিউজটি শেয়ার করুন

পিএসজি ছেড়ে মাদ্রিদে এবার যাবেন এমবাপ্পে

আপডেট সময় : ০৮:৪৬:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪

গত কয়েক মৌসুম ধরেই পিএসজি ছেড়ে রেয়াল মাদ্রিদে যেতে চান কিলিয়ান এমবাপ্পে। দল বদলের মৌসুম এলেই চলতে থাকে এ নাটক। শেষমেষ মাদ্রিদে আর যাওয়া হয় না। থেকে যান পুরোনো ক্লাব পারি সাঁ জার্মেইতে (পিএসজি)। ফের আসে আরেকটা দলবদলের মৌসুম। আবারও একই নাটকের মঞ্চায়ন।

গ্রীষ্মকালীন দলবদল শুরু হতে এখনো প্রায় পাঁচ মাস বাকি। তবে এরইমধ্যে শুরু হয়েছে এমবাপ্পে-মাদ্রিদ নাটকের পরের পর্ব। এ মৌসুম শেষেই প্যারিসের ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে এমবাপ্পের। ২৫ বছর বয়সী ফরাসি তারকা সিদ্ধান্ত নিয়েছেন, এবার আর পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করবেন না। যে করেই হোক, পরের মৌসুমেই স্প্যানিশ ক্লাবটির জার্সি গায়ে জড়াবেন তিনি।

ফরাসি সংবাদমাধ্যম লা পারিসিয়া জানাচ্ছে, ২০২৪-২০২৫ মৌসুমে মাদ্রিদে পাড়ি জমানোর সিদ্ধান্ত নিয়েছেন এমবাপ্পে। আগামী গ্রীষ্মেই পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে ২৫ বছর বয়সী ফরাসি তারকার। এরপরই তিনি মাদ্রিদের জার্সি গায়ে জড়াবেন। তবে এখনো আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পন্ন হয়নি।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এরই মধ্যে দুই পক্ষের মধ্যে আলোচনা অনেকদূর গড়িয়েছে। গত কয়েকদিন ধরে গুঞ্জন ছিল, প্যারিস ছেড়ে পরের মৌসুমে লিভারপুলে যোগ দিবেন এমবাপ্পে। কিন্তু এমন সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছে লা পারিসিয়া।

ফ্রান্সের সংবাদমাধ্যমটি এ দলবদল সম্পর্কে প্রতিবেদনে উল্লেখ করেছে, ‘ফ্রান্সের সবচেয়ে বড় তারকা আগামী মৌসুমে বিশ্বের সবচেয়ে ঐতিহ্যবাহী ক্লাবে যোগ দিচ্ছেন।’ যেহেতু পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করছেন না, তাই মৌসুম শেষে ফ্রি এজেন্ট হিসেবে মাদ্রিদে যোগ দিতে পারবেন এমবাপ্পে। এমনটি ঘটলে তা হবে স্প্যানিশ ফুটবলের জন্য স্মরণীয় ঘটনা।

এদিকে কয়েকদিন আগে পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি জানিয়েছেন, যেকোন মূল্যে এমবাপ্পেকে ধরে রাখতে চান তিনি। অন্যদিকে ফরাসি তারকা এবার সরাসরিই জানিয়ে দিলেন, মৌসুম শেষে স্বপ্নের ক্লাবে যেতে চান। দেখা যাক, নতুন কোন লোভনীয় শর্তে এমবাপ্পের মাদ্রিদে যাওয়া ঠেকাতে পারেন কি না খেলাইফি।