আমেরিকা–যুক্তরাজ্যে পাল্টা হামলার হুমকি হুতিদের
- আপডেট সময় : ০৩:১৭:৪১ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪
- / ৪২০ বার পড়া হয়েছে
ইয়েমেনে হুতিদের ৩৬টি লক্ষবস্তুতে প্রত্যুত্তরে পার্টা হামলার হুমকি দিয়েছে হুতিরা। রোববার গোষ্ঠীটির রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল–বুখাইতি এ হুঁশিয়ারি দেন।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, ইরান সমর্থিত ইয়েমেনের ৩৬টি লক্ষবস্তুতে হামলা চালায় আমেরিকা ও যুক্তরাজ্য। এর প্রত্যুত্তরে রোববার এক বিবৃতিতে আল–বুখাইতি বলেন, ‘এই যৌথ হামলার প্রত্যুত্তর দেওয়া হবে। প্রতিটি হামলার সমুচিত জবাব দেওয়া হবে।’
এর আগে আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানান, ইয়েমেনে ১৩টি স্থানে হুতিদের অস্ত্র ও অন্যান্য মজুতাগারের ৩৬টি লক্ষ্যে হামলা চালানো হয়েছে। লোহিত সাগরে বাণিজ্যিক ও সামরিক জাহাজে একের পর এক হামলার প্রতিক্রিয়ায় এ হামলা চালানো হয়েছে।
প্রসঙ্গত, গাজায় ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় ইয়েমেনের ইরান সমর্থিত গোষ্ঠী হুতিরা এই হামলা শুরু করে। সে সময় তারা জানিয়েছিল, গাজায় ইরায়েলি হামলা যতদিন চলবে, ততদিন এই হামলা তারা করবে।
এর আগে জর্ডানে মার্কিন সেনা নিহতের প্রতিশোধ নিতে শুক্রবার সিরিয়ায় ও ইরাকে থাকা ইরানি স্থাপনার হামলা চালায় আমেরিকা। এর এক দিন পরই ইয়েমেনে এই যৌথ হামলা। আমেরিকার স্থানীয় সময় রোববার ভোর ৪টার দিকে এই যৌথ হামলা চালানো হয়। হামলার লক্ষ্য হিসেবে হুতিদের কাছে থাকা ক্রুস ক্ষেপণাস্ত্রের কথা উল্লেখ করা হয়। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এই ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো লোহিত সাগরে বিভিন্ন জাহাজে হামলা চালানোর জন্য মজুত করা হয়েছিল। এগুলো মার্কিন নৌবাহিনীর জন্য এক বড় হুমকি।