২০২৬ বিশ্বকাপ ফুটবলের ভেন্যু ও সূচি প্রকাশ
- আপডেট সময় : ০৮:৪৭:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪
- / ৪১৮ বার পড়া হয়েছে
২০২৬ বিশ্বকাপ ফুটবলের আনুষ্ঠানিক ভেন্যু ও সূচি প্রকাশ করেছে ফিফা। ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্টিনোর উপস্থিতিতে এক অনুষ্ঠানে ম্যাচের ভেন্যু ও সূচি ঘোষণা করা হয়। সোমবার (৫ ফেব্রুয়ারি) বিশ্বকাপের শিডিউল অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন কোন ভেন্যুতে কোন ম্যাচ হবে।
বিশ্বকাপ ফুটবল ২০২৬ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। বিশ্বকাপ ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি দল ও খেলা হবে ২০২৬ সালে। প্রথমবারের মতো ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলে অংশ নেবে ৪৮টি দল। ফাইনাল সহ মোট ১০৪টি ম্যাচ হবে আগামী বিশ্বকাপ ফুটবলে।
২০২৬ সালের ১১ই জুন মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে হবে উদ্বোধনী ম্যাচ। ১৯শে জুলাই যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে ফাইনাল খেলা। ১১ থেকে ২৭শে জুন পর্যন্ত হবে গ্রুপ পর্বের ম্যাচ। শেষ ৩২ দলের ম্যাচগুলোতে ২৯ জুন থেকে তেসরা জুলাই পর্যন্ত। কানাডার দুই শহর টরেন্টো ও ভ্যানকুবারে হবে মোট ১৩টি ম্যাচ। ফাইনালসহ মেক্সিকোতে হবে মেক্সিকোতেও হবে ১৩টি খেলা। আর যুক্তরাষ্ট্রে হবে ৭৮টি ম্যাচ। এর আগে ১৯৯৪ সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়েছিলো যুক্তরাষ্ট্রে।
ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলবে ৪৮টি দেশ। আবার প্রথমবারের মতো নকআউট পর্ব শুরু হবে ৩২ দল নিয়ে।
আসন্ন এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ ১১ জুন অনুষ্ঠিত হবে মেক্সিকোর আজকেতা স্টেডিয়ামে। বৈশ্বিক এই আসরের ফাইনাল হবে ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের নিউ জার্সি স্টেডিয়ামে। এ মাঠের ধারণ ক্ষমতা ৮২ হাজার ৫০০। ৩৯ দিনের এই আসরে ১০৪টি ম্যাচ হবে তিনটি আলাদা দেশে- যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার ১৬টি শহরে। ১২ জুন লস এঞ্জেলসে হবে প্রথম ম্যাচ, একই দিন টরোন্টোতে নিজেদের প্রথম ম্যাচ খেলবে কানাডা। দেশটির ডালাস শহরে হবে ৯টি ম্যাচ।
কোন স্টেডিয়ামে কত ম্যাচ
যুক্তরাষ্ট্র:
১. আটলান্টা-মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম: ৮
২. বোস্টন-জিলেট স্টেডিয়াম: ৭
৩. ডালাস-এটিএন্ডটি মার্সিডিজ স্টেডিয়াম: ৯
৪. হাউস্টন-এনআরজি স্টেডিয়াম: ৭
৫. কেনসাস সিটি-অ্যারোহেড স্টেডিয়াম: ৬
৬. লস অ্যাঞ্জেলেস-সোফি স্টেডিয়াম: ৮
৭. মায়ামি-হার্ডরক স্টেডিয়াম: ৭
৮. নিউইয়র্ক/নিউ জার্সি-মেটলাইফ স্টেডিয়াম: ৮
৯. ফিলাডেলফিয়া-লিংকন ফিনান্সিয়াল স্টেডিয়াম: ৬
১০. সানফ্রান্সিস্কো-লেভি স্টেডিয়াম: ৬
১১. সিয়াটল-লুমেন ফিল্ড: ৬
কানাডা:
১. টরন্টো: ৬
২. ভ্যানকুভার: ৬
মেক্সিকো:
১. গুয়াডালাজারা-অ্যাক্রন স্টেডিয়াম: ৪
২. মেক্সিকো সিটি-অ্যাজটেকা স্টেডিয়াম: ৫
৩. মনটেরে-বিবিভিএ স্টেডিয়াম: ৪