এস আলমের অর্থ পাচার, হাইকোর্টের রুল খারিজ, তদন্ত করতে পারবে দুদক
- আপডেট সময় : ০৫:১৪:১৬ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪
- / ৪২১ বার পড়া হয়েছে
এস আলম গ্রপের বিরুদ্ধে ১ বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের অর্থ পাচারের অভিযোগ তদন্তে হাইকোর্টের দেয়া স্বপ্রনোদিত রুল খারিজ করেছে আপিল বিভাগ।
তবে, স্ব উদ্যোগে অভিযোগের তদন্ত করতে বা ব্যবস্থা নিতে পারবে দুদক, সিআইডি ও বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টালিজেন্স ইউনিট।
সোমবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে এস আলম গ্রুপের বিদেশে টাকা পাচার বিষয়ে একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত প্রতিবেদন হাইকোর্টের নজরে আনা হলে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া বিদেশে টাকা পাঠানোর ব্যাপারে উষ্মা প্রকাশ করে আদালত স্বপ্রনোদিত রুল জারি করে।
এতে মানি লন্ডারিংয় বন্ধে সংশ্লিষ্ট সংস্থাগুলোর ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চায় হাইকোর্ট। একইসাথে দুদক, বিএফআইইউ ও সিআইডিকে অভিযোগ তদন্তের নির্দেশ দেয়। পরে এর বিরুদ্ধে এস আলমের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের রুল স্থগিত করে তা শুনানির জন্য পুর্নাঙ্গ বেঞ্চে পাঠায় চেম্বার আদালত।
শুনানি শেষে হাইকোর্টের স্বপ্রনোদিত রুল খারিজ করে আপিল বিভাগ।