ইয়েমেনের প্রধানমন্ত্রী হলেন বিন মুবারক
- আপডেট সময় : ০৮:৪১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪
- / ৪১৮ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছে ইয়েমেন। দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার হঠাৎ করেই পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আওয়াদ বিন মুবারককে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে। খবর আল জাজিরা
বিন মুবারক মইন আবুদুলমালিক সাইদের স্থলাভিষিক্ত হলেন। তিনি এমন এক সময় ইয়েমেনের প্রধানমন্ত্রী হলেন যখন দেশটিতে উত্তেজনা চলছে। গাজায় হামলার প্রতিবাদে ও তাদের প্রতি সমর্থন জানাতে লোহিত সাগরে হুতি বিদ্রোহীরা বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলা চালিয়েছে। এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনে হুতিদের ৩৬ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
ইয়েমেনের প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিল গতকাল সোমবার জারি করা এক অধ্যাদেশে বলেছে, বিদায়ী প্রধানমন্ত্রী মইন আবুদুলমালিক সাইদ প্রেসিডেন্টের উপদেষ্টা পদে নিয়োগ পাবেন। তবে এই পরিবর্তনের কোনো কারণ জানায়নি কাউন্সিল।
আহমেদ আওয়াদ বিন মুবারক যুক্তরাষ্ট্রে ইয়েমেনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০১৮ সালে তিনি জাতিসংঘে ইয়েমেনের দূত হিসেবেও কাজ করেন।
বিন মুবারককে কট্টোর হুতি বিরোধী হিসেবে পরিচিত। ২০১৫ সালে সেময়ের প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদির সঙ্গে ক্ষমতার দ্বন্দ্ব ছিল মুবারকের। পরে হুতিরা তাকে অপহরণ করে নিয়ে গেলে আলোচনায় আসেন তিনি।