ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

পালিয়ে আসা আহত বিজিপি সদস্যদের চিকিৎসায় বিজিবি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:১৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৪১৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মিয়ানমারে যুদ্ধ পরিস্থিতির কারণে দেশটির সীমান্তরক্ষী পুলিশের (বিজিপি) বেশ কিছু সদস্য কক্সবাজার সীমান্ত দিয়ে বাংলাদেশে এসেছে। তাঁরা বর্ডার গার্ড বাংলাদেশ–বিজিবির কাছে আশ্রয় নিয়েছে। সীমান্তবর্তী সংঘর্ষের কারণে বিজিপির আহত সদস্যরাও বিজিবির আশ্রয়ে রয়েছে।

স্থানীয়ভাবে এসব বিজিপি সদস্যদের চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত চারজনকে নেওয়া হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে।

বিজিবির দক্ষিণ পূর্ব রিজিয়নের রিজিয়ন সদর দপ্তর চট্টগ্রাম থেকে সোমবার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দক্ষিণ পূর্ব রিজিয়ন চট্টগ্রামের পরিচালক (অপারেশন) বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে পাঠিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মিয়ানমারের বর্তমান সীমান্তবর্তী পরিস্থিতির কারণে বেশ কিছু মিয়ানমার সীমান্তরক্ষী পুলিশ (বিজিপি) কক্সবাজার সীমান্ত দিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সীমান্তবর্তী সংঘর্ষের কারণে তাঁদের বেশ কিছু আহত বিজিপি সদস্যও আমাদের বিজিবির কাছে আশ্রয় নিয়েছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আহতদের মধ্যে গুরুতর অবস্থায় চারজনকে পাওয়া যায়। অতিরিক্ত রক্তক্ষরণ এবং একান্ত মানবিক কারণে এই চারজন বিজিপি সদস্যকে উন্নত চিকিৎসার স্বার্থে কক্সবাজার স্থানীয় হাসপাতালের পরামর্শ অনুযায়ী চট্টগ্রাম মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে। আহত বিজিপি সদস্যরা নিরাপত্তার স্বার্থে চিকিৎসাকালীন সময়ে বিজিবির প্রহরায় থাকবে।’

নিউজটি শেয়ার করুন

পালিয়ে আসা আহত বিজিপি সদস্যদের চিকিৎসায় বিজিবি

আপডেট সময় : ০৬:১৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪

মিয়ানমারে যুদ্ধ পরিস্থিতির কারণে দেশটির সীমান্তরক্ষী পুলিশের (বিজিপি) বেশ কিছু সদস্য কক্সবাজার সীমান্ত দিয়ে বাংলাদেশে এসেছে। তাঁরা বর্ডার গার্ড বাংলাদেশ–বিজিবির কাছে আশ্রয় নিয়েছে। সীমান্তবর্তী সংঘর্ষের কারণে বিজিপির আহত সদস্যরাও বিজিবির আশ্রয়ে রয়েছে।

স্থানীয়ভাবে এসব বিজিপি সদস্যদের চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত চারজনকে নেওয়া হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে।

বিজিবির দক্ষিণ পূর্ব রিজিয়নের রিজিয়ন সদর দপ্তর চট্টগ্রাম থেকে সোমবার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দক্ষিণ পূর্ব রিজিয়ন চট্টগ্রামের পরিচালক (অপারেশন) বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে পাঠিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মিয়ানমারের বর্তমান সীমান্তবর্তী পরিস্থিতির কারণে বেশ কিছু মিয়ানমার সীমান্তরক্ষী পুলিশ (বিজিপি) কক্সবাজার সীমান্ত দিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সীমান্তবর্তী সংঘর্ষের কারণে তাঁদের বেশ কিছু আহত বিজিপি সদস্যও আমাদের বিজিবির কাছে আশ্রয় নিয়েছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আহতদের মধ্যে গুরুতর অবস্থায় চারজনকে পাওয়া যায়। অতিরিক্ত রক্তক্ষরণ এবং একান্ত মানবিক কারণে এই চারজন বিজিপি সদস্যকে উন্নত চিকিৎসার স্বার্থে কক্সবাজার স্থানীয় হাসপাতালের পরামর্শ অনুযায়ী চট্টগ্রাম মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে। আহত বিজিপি সদস্যরা নিরাপত্তার স্বার্থে চিকিৎসাকালীন সময়ে বিজিবির প্রহরায় থাকবে।’