ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মিয়ানমার সংকট : হাসিনার সঙ্গে কথা হয়েছে অজিত দোভালের

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:১৪:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৪১১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মিয়ানমার ইস্যু নিয়ে এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলাপ করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

সীমান্তে উত্তেজনার জেরে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছেন মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) শতাধিক সদস্য। বাংলাদেশের মাটিতে এসে পড়ছে মর্টারের গোলা। এর আগে সম্প্রতি ভারতেও এভাবে মিয়ানমারের অনেক ৬০০ সেনা প্রবেশ করে।

ভারত সরকারের কয়েকটি সূত্রের বরাতে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, গত সপ্তাহে বাংলাদেশ সফরে আসেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার পর এটিই ভারতের উচ্চপর্যায়ের সফর। তবে এ সফর আনুষ্ঠানিক নয় বলে জানা গেছে।

সূত্র বলছে, নিরাপত্তা ইস্যুতে আলাপ করতেই বাংলাদেশে এসেছিলেন অজিত দোভাল। আলোচনায় ছিল মিয়ানমার সীমান্ত ইস্যু। আজ মঙ্গলবার তিনদিনের ভারত সফরে যাওয়ার কথা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের। এর আগে বাংলাদেশে এসে ঘুরে গেলেন দোভাল।

আরেক সংবাদমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, গত শনিবার বাংলাদেশে আসেন অজিত দোভাল। এ সময় তাঁর সঙ্গে ছিলেন দেশটির নিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তারা। গত রোববার দেশে ফিরে যান তিনি। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে কিছু জানানো হয়নি।

বাংলাদেশ এবং ভারত— দু’দেশেরই দীর্ঘ সীমান্ত রয়েছে মিয়ানমারের সঙ্গে। বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের সীমান্তের দৈর্ঘ্য ২৮৩ কিলোমিটার এবং ভারত-মিয়ানমার সীমান্তের দৈর্ঘ্য ১ হাজার ৬৪৩ কিলোমিটার।

নিউজটি শেয়ার করুন

মিয়ানমার সংকট : হাসিনার সঙ্গে কথা হয়েছে অজিত দোভালের

আপডেট সময় : ০৫:১৪:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪

মিয়ানমার ইস্যু নিয়ে এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলাপ করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

সীমান্তে উত্তেজনার জেরে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছেন মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) শতাধিক সদস্য। বাংলাদেশের মাটিতে এসে পড়ছে মর্টারের গোলা। এর আগে সম্প্রতি ভারতেও এভাবে মিয়ানমারের অনেক ৬০০ সেনা প্রবেশ করে।

ভারত সরকারের কয়েকটি সূত্রের বরাতে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, গত সপ্তাহে বাংলাদেশ সফরে আসেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার পর এটিই ভারতের উচ্চপর্যায়ের সফর। তবে এ সফর আনুষ্ঠানিক নয় বলে জানা গেছে।

সূত্র বলছে, নিরাপত্তা ইস্যুতে আলাপ করতেই বাংলাদেশে এসেছিলেন অজিত দোভাল। আলোচনায় ছিল মিয়ানমার সীমান্ত ইস্যু। আজ মঙ্গলবার তিনদিনের ভারত সফরে যাওয়ার কথা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের। এর আগে বাংলাদেশে এসে ঘুরে গেলেন দোভাল।

আরেক সংবাদমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, গত শনিবার বাংলাদেশে আসেন অজিত দোভাল। এ সময় তাঁর সঙ্গে ছিলেন দেশটির নিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তারা। গত রোববার দেশে ফিরে যান তিনি। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে কিছু জানানো হয়নি।

বাংলাদেশ এবং ভারত— দু’দেশেরই দীর্ঘ সীমান্ত রয়েছে মিয়ানমারের সঙ্গে। বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের সীমান্তের দৈর্ঘ্য ২৮৩ কিলোমিটার এবং ভারত-মিয়ানমার সীমান্তের দৈর্ঘ্য ১ হাজার ৬৪৩ কিলোমিটার।