০৫:০৫ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক বিচারক সোহেল রানার সাজা বাতিল

আদালত অবমাননার মামলায় সাবেক বিচারক সোহেল রানাকে হাইকোর্টের দেওয়া একমাসের সাজা বাতিল করেছেন আপিল বিভাগ। এ ছাড়া তাঁকে আদালত অবমাননার অভিযোগ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে। এ বিষয়ে আদালতের পর্যবেক্ষণ ও দিক নির্দেশনা পূর্ণাঙ্গ রায়ে প্রকাশিত হবে।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৬ সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ আজ মঙ্গলবার এ রায় দেন।

এর আগে গত ১২ অক্টোবর আদালত অবমাননার অভিযোগে কুমিল্লা সিজিএমের সাবেক বিচারক সোহেল রানাকে একমাসের কারাদণ্ড দেন হাইকোর্ট। পরে একইদিন তাঁকে আপিলের শর্তে জামিন দেন হাইকোর্ট। আপিলের পর চেম্বার আদালত হাইকোর্টের রায় স্থগিত করে শুনানির জন্য আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান।

সোহেল রানার বিরুদ্ধে অভিযোগ কুমিল্লার সিজেএম আদালতে বিচারক থাকা অবস্থায় হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ উপেক্ষা করে তিনি একটি মামলার অভিযোগ গঠনের আদেশ দিয়েছিলেন। এ ছাড়াও একই মামলায় হাইকোর্টের আদেশ উপেক্ষা করে তিনি একাধিক আদেশ দেন।

পরে এ বিষয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে লেখা চিঠিতে স্বপক্ষে যুক্তি উপস্থাপন করায় ক্ষোভ প্রকাশ করেন আদালত। ক্ষমা মঞ্জুর না করে তাঁকে একমাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সাবেক বিচারক সোহেল রানার সাজা বাতিল

আপডেট : ০৭:১২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪

আদালত অবমাননার মামলায় সাবেক বিচারক সোহেল রানাকে হাইকোর্টের দেওয়া একমাসের সাজা বাতিল করেছেন আপিল বিভাগ। এ ছাড়া তাঁকে আদালত অবমাননার অভিযোগ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে। এ বিষয়ে আদালতের পর্যবেক্ষণ ও দিক নির্দেশনা পূর্ণাঙ্গ রায়ে প্রকাশিত হবে।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৬ সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ আজ মঙ্গলবার এ রায় দেন।

এর আগে গত ১২ অক্টোবর আদালত অবমাননার অভিযোগে কুমিল্লা সিজিএমের সাবেক বিচারক সোহেল রানাকে একমাসের কারাদণ্ড দেন হাইকোর্ট। পরে একইদিন তাঁকে আপিলের শর্তে জামিন দেন হাইকোর্ট। আপিলের পর চেম্বার আদালত হাইকোর্টের রায় স্থগিত করে শুনানির জন্য আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান।

সোহেল রানার বিরুদ্ধে অভিযোগ কুমিল্লার সিজেএম আদালতে বিচারক থাকা অবস্থায় হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ উপেক্ষা করে তিনি একটি মামলার অভিযোগ গঠনের আদেশ দিয়েছিলেন। এ ছাড়াও একই মামলায় হাইকোর্টের আদেশ উপেক্ষা করে তিনি একাধিক আদেশ দেন।

পরে এ বিষয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে লেখা চিঠিতে স্বপক্ষে যুক্তি উপস্থাপন করায় ক্ষোভ প্রকাশ করেন আদালত। ক্ষমা মঞ্জুর না করে তাঁকে একমাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।