সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বৃহত্তম একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোররাতে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ)। এতে মিত্র কুর্দি বাহিনীর ছয় যোদ্ধা নিহত হয়েছে। খবর বিবিসি
ইরান সমর্থিত মিলিশিয়াদের ছত্রছায়ায় থাকা ইসলামিক রেজিট্যান্স ইন ইরাক এ হামলার দায় স্বীকার করেছে।
এসডিএফের মুখপাত্র ফরহাদ শামি সামাজিক মাধ্যম এক্স প্ল্যাটফর্মে করা এক পোস্টে বলেছেন, আল-ওমর তেলক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে এসডিএফের কমান্ডো একাডেমিতে ড্রোন আঘাত হেনেছে, এতে তাদের ছয় কমান্ডো যোদ্ধা নিহত হয়েছে।
এদিকে ড্রোন হামলার বিষয়ে মার্কিন সামরিক বাহিনী কোনো মন্তব্য করেনি এবং তাদের কেউ হতাহত হয়েছে কিনা তা প্রকাশ করেনি।
গত ২৮ জানুয়ারি জর্ডানে যুক্তরাষ্ট্রের একটি ঘাঁটিতে ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত হওয়ার দায় ওয়াশিংটন এই গোষ্ঠীটিকেই দিয়েছিল। এর প্রতিশোধ নিতে গত শুক্রবার ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর অন্তত ৮৫টি অবস্থানে আঘাত হানে যুক্তরাষ্ট্র। এসব হামলায় প্রায় ৪০ জন নিহত হয় যাদের অধিকাংশই মিলিশিয়া যোদ্ধা।