আন্তর্জাতিক বিচার আদালতের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন লেবাননের বিচারক নাওয়াফ সালাম। আন্তর্জাতিক বিচার আদালত এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
আগামী ৩ বছর এই দায়িত্বে থাকবেন তিনি। তার নেতৃত্বেই ১৫ সদস্যের বিচারক ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা মামলার বিচার করবেন। ২০১৮ সাল থেকে তিনি আন্তর্জাতিক বিচার আদালতের সদস্য হিসেবে কাজ করছেন।
এর আগে ১০ বছর তিনি জাতিসংঘে লেবাননের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন। প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি একে গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে উল্লেখ করেছেন।
এছাড়া উগান্ডার বিচারক জুলিয়া সেবুটিন্ডে আইসিজে'র ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন।