নির্বাচনের ফল পাল্টানো মামলায় দায়মুক্তি পাননি ডোনাল্ড ট্রাম্প
- আপডেট সময় : ০৬:০৪:২২ পূর্বাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪
- / ৪১৯ বার পড়া হয়েছে
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০২০ সালে নির্বাচনের ফল পাল্টানোর মামলা থেকে দায়মুক্তির আবেদন খারিজ করেছেন আদালত। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কলোম্বিয়া রাজ্যের আপিল আদালতের তিন বিচারকের প্যানেল এ রায় দেয়। মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অফ আমেরিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আদালত বলেন, ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন ফৌজদারি অপরাধের অভিযোগ থেকে রক্ষা পেলেও, এখন তিনি আর সেই সুবিধা পাবেন না। আদালত আরও বলেন, সাবেক প্রেসিডেন্ট হলেও তিনি আইনের ঊর্ধ্বে নন।
ট্রাম্প দাবি করে আসছেন, সাবেক প্রেসিডেন্ট হিসেবে সব ধরনের অপরাধ থেকে তার দায়মুক্তি আছে এবং তিনি ওই সময় যা করেছিলেন সেটি প্রেসিডেন্টের দায়িত্বের মধ্যেই পড়ে।
এদিকে এ রায়কে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য হুমকি বলে মন্তব্য করেন ট্রাম্পের নির্বাচনী প্রচারণার মুখপাত্র। তিনি বলেন, ট্রাম্প এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন, তবে কোথায় আপিল করবেন তা জানাননি তিনি। ট্রাম্পকে সুপ্রিম কোর্টে আপিলের সুযোগ দেওয়ার জন্য মামলাটি ১২ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত থাকবে।
তবে ওই সময় প্যানেল বিচারক ফ্লোরেন্স প্যান বলেন, এটি কোনো যুক্তি হতে পারে না। কারণ একজন প্রেসিডেন্ট যদি দায়মুক্ত থাকেন তাহলে তিনি রাষ্ট্রের গোপন নথি বিক্রি করে দিতে পারেন এবং কোনো চিন্তা-ভাবনা ছাড়াই তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিকে হত্যা করতে পারেন।