ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

তেল-গ্যাস আমদানিতে ২ বিলিয়ন ডলার সহায়তা পাচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৫৬:১৩ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৪০৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেল-গ্যাস আমদানিতে বাংলাদেশকে ২.১ বিলিয়ন ডলার অর্থ সহায়তা দেবে আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)। প্রাথমিক অবস্থায় ৫০০ মিলিয়ন ডলার নিয়ে গ্যাস কেনা যাবে। বুধবার (৭ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি চুক্তি সাক্ষর করেছে জ্বালানি বিভাগ।

এ ব্যাপারে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘আইটিএফসি আগে থেকেই তেল আমদানিতে বাংলাদেশকে সহযোগিতা করে আসছে। এখন তেলের পাশাপাশি গ্যাস ক্রয়েও সহযোগিতা করবে। প্রায় ৫০০ মিলিয়ন ডলার নিয়ে গ্যাস ক্রয় করা যাবে। যা আগামীতে সংকট নিরসনে অনেকটা সহায়তা করবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। বৈশ্বিক প্রেক্ষাপটে তেল ও গ্যাসের সার্বিক মূল্য বৃদ্ধির ফলে জ্বালানি নিরাপত্তা স্থিতিশীল রাখা বেশ দুষ্কর। দেশিয় প্রাকৃতিক গ্যাস ও তেল অনুসন্ধান এবং উত্তোলন কার্যক্রম বাড়ানোর সাথে সাথে তেল-গ্যাস সমৃদ্ধ দেশসমূহের সহযোগিতা নেয়ার উদ্যোগ অব্যাহত রয়েছে।’

চুক্তিতে স্বাক্ষর করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নূরুল আলম এবং আইটিএফসি সৌদি আরবের প্রধান অপারেশন অফিসার নাজিম নূরদালি।

নিউজটি শেয়ার করুন

তেল-গ্যাস আমদানিতে ২ বিলিয়ন ডলার সহায়তা পাচ্ছে বাংলাদেশ

আপডেট সময় : ০৪:৫৬:১৩ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪

তেল-গ্যাস আমদানিতে বাংলাদেশকে ২.১ বিলিয়ন ডলার অর্থ সহায়তা দেবে আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)। প্রাথমিক অবস্থায় ৫০০ মিলিয়ন ডলার নিয়ে গ্যাস কেনা যাবে। বুধবার (৭ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি চুক্তি সাক্ষর করেছে জ্বালানি বিভাগ।

এ ব্যাপারে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘আইটিএফসি আগে থেকেই তেল আমদানিতে বাংলাদেশকে সহযোগিতা করে আসছে। এখন তেলের পাশাপাশি গ্যাস ক্রয়েও সহযোগিতা করবে। প্রায় ৫০০ মিলিয়ন ডলার নিয়ে গ্যাস ক্রয় করা যাবে। যা আগামীতে সংকট নিরসনে অনেকটা সহায়তা করবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। বৈশ্বিক প্রেক্ষাপটে তেল ও গ্যাসের সার্বিক মূল্য বৃদ্ধির ফলে জ্বালানি নিরাপত্তা স্থিতিশীল রাখা বেশ দুষ্কর। দেশিয় প্রাকৃতিক গ্যাস ও তেল অনুসন্ধান এবং উত্তোলন কার্যক্রম বাড়ানোর সাথে সাথে তেল-গ্যাস সমৃদ্ধ দেশসমূহের সহযোগিতা নেয়ার উদ্যোগ অব্যাহত রয়েছে।’

চুক্তিতে স্বাক্ষর করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নূরুল আলম এবং আইটিএফসি সৌদি আরবের প্রধান অপারেশন অফিসার নাজিম নূরদালি।