তুরাগ তীরে আমবয়ানে শুরু বিশ্ব ইজতেমা
- আপডেট সময় : ০৭:৪৮:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪
- / ৪৩২ বার পড়া হয়েছে
তাবলীগ জামায়াতের বড় ধর্মীয় সমাবেশ- বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর ধর্মীয় বয়ানের মধ্যদিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। ফজরের নামাজের পর উর্দু ভাষায় বয়ান করেন মাওলানা সাদ কান্ধলভীর ছোট ছেলে মাওলানা ইলিয়াস বিন সাদ কান্ধলভী। বাংলায় তরজমা করেন বাংলাদেশি মাওলানা মনির বিন ইউসুফ।
বিশ্ব ইজতেমায় অনুষ্ঠিত হয় দেশের বৃহত্তম জুমার জামাত। নামাজে ইমামতি করেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে ইউসুফ বিন সাদ কান্ধলভী।
তিনদিনের এই জমায়েতে অংশ নিতে টঙ্গীর তুরাগ নদীরতীরে জড়ো হয়েছে দেশি-বিদেশি লাখো মুসল্লি। ইজতেমা ময়দান ও আশপাশের এলাকা পূর্ণ হয়ে গেছে। অনেকেই মূল ময়দানে জায়গা না পেয়ে ইজতেমা মাঠে প্রবেশপথের দুইপাশে অবস্থান নিয়েছেন। দ্বিতীয় পর্বে অংশ নিচ্ছেন মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা।
পরবর্তি তিন দিন দেশ বিদেশের মাওলানারা বয়ান করবেন। রোববার আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। অপ্রীতিকর ঘটনা এড়াতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সিসি ক্যামেরায় নজরদারি করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিচ্ছে ভারতের মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা। ইজতেমায় যোগ দিয়েছেন মাওলানা সা’দের তিন ছেলে। তারা হলেন-মাওলানা ইউসুফ বিন সা’দ কান্ধলভী, মাওলানা সাঈদ বিন সা’দ কান্ধলভী ও মাওলানা ইলিয়াস বিন সা’দ কান্ধলভী।
শুক্রবার ভোরে ফজরের নামাযের পর মাওলানা সা’দের ছোট ছেলে মাওলানা ইলিয়াস বিন সা’দ কান্ধলভীর আ’মবয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হয় দ্বিতীয় পর্বের মূল আনুষ্ঠানিকাতা। আজ জুমার জামাতে অংশ নেবেন লাখো মুসল্লি। মাওলানা সা’দের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সা’দ কান্ধলভী এতে ইমামতি করবেন।
আগামী রোববার (১১ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতে মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার ৫৭তম আসর।