চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে সহজ জয় রংপুরের
- আপডেট সময় : ০২:৩৭:৩০ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪
- / ৪১১ বার পড়া হয়েছে
এবারের বিপিএলে দাপুটে ক্রিকেট খেলছে রংপুর রাইডার্স। যদিও প্রথম তিন ম্যাচের দু’টিতে হেরে কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিল রংপুর। তবে শেষ পাঁচ ম্যাচে টানা জয় নিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সাকিব-সোহানদের দলটি। রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে। আজ তো টুর্নামেন্টের সর্বোচ্চ রানের রেকর্ডও গড়ছে। ৫৩ রানের বড় জয় পেয়েছে আজ।
শনিবার দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হয় রংপুর রাইডার্স। শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৩ উইকেটে ২১১ রান সংগ্রহ করে রংপুর। জবাবে ৬ উইকেটে ১৫৮ রান সংগ্রহ করতে সক্ষম হয় চট্টগ্রাম। রেজা হেনড্রিকসের ফিফটি ও জিমি নিশামের ঝড়ো ব্যাটিংয়ের পর বল হাতে ভেলকি দেখান সাকিব।
এদিন রংপুরকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার রনি তালুকদার ও রেজা হেনড্রিকস। ৬১ রানের মাথায় রনি ফিরে গেলে সাকিব আল হাসানকে নিয়ে বিধ্বংসী জুটি গড়েন রেজা। দ্বিতীয় উইকেটে ৩৬ বলে ৬০ রান যোগ করে এই জুটি।
সাকিব ১৬ বলে ২৭ এবং রেজা ৪১ বলে ৫৮ রান করে ফিরে গেলে দলের হাল ধরেণ অধিনায়ক সোহান ও জেমি নিশাম। এই দুই ব্যাটারের ৫১ বলে ৮৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে ২১১ রানের বিশাল সংগ্রহ পায় রংপুর। নিশাম ২৬ বলে ৫১ এবং সোহান ২১ বলে ৩১ রান করে অপরাজিত ছিলেন। চট্টগ্রামের হয়ে সালাউদ্দিন শাকিল ২টি উইকেট নেন।
২১২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৫৮ রানে থামে চট্টগ্রামের ইনিংস। চট্টগ্রামের হয়ে সৈকত আলী সর্বোচ্চ ৬৩ রান করেন। এছাড়া শুভাগত হোম ৩১ এবং কার্টিস ক্যামফার ২৪ রান করেন। রংপুরের হয়ে সাকিব ও নিশাম ২টি করে উইকেট নেন।
আট ম্যাচ শেষে ২ হারের বিপরীতে ৬টি জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রংপুর। ৭ ম্যাচে ২ হারের বিপরীতে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আট ম্যাচে সমান পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে চট্টগ্রাম আছে তিনে।